You are viewing a single comment's thread from:

RE: BDCommunity Presents - The Weekly Turni

in BDCommunity5 years ago

আমি অনেক জনকেই দেখেছি তারা ভোট না পেয়ে খোভ প্রকাশ করে। আবার অনেক জন তো পাল্টা অভিযোগও করে। অনেকে আবার নিজেকে অনেক বড় মাপের লেখক মনে করে।

অথচ তারা একমাত্র নিজের পোস্ট ছাড়া অন্য কারো পোস্টেই পড়ে দেখে না। তারা যদি নিজের পোস্ট করার থেকে যদি অন্যদের পোস্ট গুলো ভালো ভাবে পড়ে তাহলেই নিশ্চিত তাদের মদ্যপ্ত ভাবটা কেটে উঠতে পারতো।

অন্যদের পোস্ট পড়লে নিজের যোগ্যতার একটা মাপকাঠি নির্ণয় করা যায়। আমি সব সময় সেটাই চেষ্টা করি। আর নিজেকে এখনো নিন্ম মানের লেখক মনে হয়।

ধন্যবাদ ভাই সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য।