আমার লেখা কবিতা নিজের মাতৃ ভাষা বাংলাতে| কবিতার নাম চাঁদের দেশে।

in BDCommunity2 years ago

fantasy-5316369_640.jpg

(আমার কল্পনা)

pixabay

চাঁদের দেশে

আচ্ছা! যদি এমনটি হয়;
চাঁদের দেশে হারিয়ে যাওয়া,
মানুষগুলি রয়।
তবে কিন্তু ভারী মজা হতো;
কেবল দুটি মানুষকে যদি
খুঁজে পাওয়া যেত!

মাঝেমধ্যে দ্বন্ধে পড়ে যাই;
কোনটা সত্যি; চরকা কাটা বুড়ি?
নাকি! আধুনিক গবেষকরাই;

কল্পনার ডানা মেলে, দেখবো পাড়ি দিয়ে;
চাঁদের বুড়ির ঘর তৈরি
কোন মানুষদের নিয়ে।

হেথায় কি মোর মাকে পাবো?
পাবো ফিরে মোর সন্তান!
নাকি শুধুই দেখবো গিয়ে;
এলিয়ান নামক মস্তান!

witchs-house-1635770_640.webp

(চরকা কাটা বুড়ি)

pixabay

হয়তো! যদি না মানি, চরকা বুড়ির শর্ত;
দেখলাম শুধু আমায় দিয়ে;
বোযাচ্ছে চাঁদের সব গর্ত।

সত্যি যদি মহাকাশচারীরা
খুঁজে পেতেন তাদের;
অনেক আগেই জীবন থেকে
হারিয়ে ফেলেছি যাদের।

চাঁদের সাথে আমাদের কিন্তু
আছে অনেক মিল;
কখনো তার পূর্নবয়ব, কখনো অমিল।
সময়ের নিরিখে চাঁদের আকারের পরিবর্তন;
ঠিক যেমনি মানব জীবনের;
সুখ দুঃখের আবর্তন।

জীবন টাও তো চাঁদের মতো
সাদা কালোয় আঁকা;
স্বজনহারা দুঃখ নিয়ে
অমবস্বায় ঢাকা।
চাঁদের মতো প্রতিদিন;
ফিরে আসে না তারা।
জীবন থেকে একবার
হারিয়ে গেছে যারা।

আমিও যেদিন বিদায় নেবো
তমসা ভরা রাতে;
সেদিন জানি দেখা হবে
আপনজনের সাথে।

চাঁদের দেশে পৌঁছে সেদিন,
খোঁজ করবো তাদের;
অসময়ে জীবন থেকে
হারিয়ে ফেলেছি যাদের।

কবিতা:- সুনীতা দত্ত।