নীলিমা — একশো শব্দের ছোটোগল্প

in BDCommunity2 years ago

image.png

শুষ্ক মরুতে বন্দী চাতক যেভাবে বর্ষার জন্য অপেক্ষা করে তেমনি দিন গুনছিলো নীল আর ইমন। ৩৩ হাজার বছর পর সেদিন যখন আমাবস্যায় ভেসে গেলো সব, ওদের সংসারে এলো জ্যোৎস্নার মতো সফেদ এক রাজকন্যা। আযানের সুরেলা আওয়াজে বাতাস সাক্ষী হলো ওদের একটুকরো আনন্দের।

বাড়ির উঠান পেরিয়ে বুড়ো অশ্বত্থ গাছের গুড়িতে আগে লিখা ছিলো "নীল+ইমন"
নীল লিখলো "নীল+ইমন= নীলিমা"

ওদের মেয়ের নাম নীলিমা।

একশো শব্দের ছোটোগল্প

Sort:  

ahha... a story of birth

Story of birth is always beautiful!

নতুন একটি জীবনের আগমন ঘটলো খুবই রোমাঞ্চক ভঙ্গিতে! খুবই ভালো লাগল!

একশো শব্দের ছোটোগল্প

Tajim bhai, I would like to try this one!

Go for it! Notify me when you do...

Definitely, I will...

"নীল+ইমন= নীলিমা"

এখান থেকেই শুরু আরেকটি নতুন ভালোবাসা 💗

এই সন্ধি বিচ্ছেদটা না জানলে এই গল্পটা বৃথা

Awww that was sweet!

Thanks a bunch!

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

ওমাগো কি লিখছেন ভাই।
আপনাদের ভবিষ্যত টার সন্ধি বিচ্ছেদ কি হবে?

হাহাহা! থ্যানক্স মিনহাজ। ভেবে দেখিনাই এখোনো ঐভাবে। ছোটোকালে একবার ভাবছিলাম "আরশাভিন" "জেনন" "ইথেন"

মাশাআল্লাহ সুন্দর নাম,তবে যদিও আমি অর্থ জানি না,আপনি অর্থ দেখে রাখিয়েন

Short stories are your element bro, no doubt.

Oh yes! You made my day!