চলুন ঘুরে আসি আমার বাগান থেকে ☘️🌿

in BDCommunitylast month

আসসালামু আলাইকুম বন্ধুরা

আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে আমার বাগানটি ঘুরে দেখাবো। সাথে দেখাবো আমার কিছু ইনডোর এবং আউটডোর প্লান্টস। তো চলুন ভিডিওটি দেখে আসি,,


আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবুজ গাছপালার দিকে তাকালে কিন্তু আমাদের চোখ ভালো থাকে। কখনো মন খারাপ থাকলে এই সবুজ গাছপালার সাথে সময় কাটালে মন ভালো হয়ে যায়। আমি কাঁচের জারে পানি দিয়ে কিছু ইনডোর প্লান্ট লাগিয়েছি। এই প্ল্যানগুলো যেহেতু বাড়ির ভেতরে থাকে সেই জন্য সূর্যের আলো এদের কাছে পৌঁছায় না সেজন্য অনেক সময় দেখা যায় এই গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। এই হলুদ পাতাগুলো ছিড়ে দিতে হয় তাহলে এই পাতা থেকে অন্য পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে । কাঁচের জারের পানি কিছুদিন পর পর চেঞ্জ করে দিতে হয়। যেহেতু গাছ সুতরাং সূর্যের আলো তো দিতেই হয়। কারণ সূর্যের আলোর সংস্পর্শে না আসলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া না ঘটলে গাছ আস্তে আস্তে মারা যায়। তাই আমি সপ্তাহে তিন থেকে চার ঘন্টা এই গাছগুলোকে সূর্যের আলোর কাছে রাখি। এবং অবশ্যই সকল গাছ কিন্তু ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করা যায় না। কিছু কিছু গাছ আছে সেগুলো মূলত ইনডোর প্লান্টই।তাই যারা ইনডোর প্লান্ট পছন্দ করেন বা ইনডোর প্লান্ট লাগাতে চান তারা গাছ বাছাই করে যেগুলো ইনডোর প্লান্ট শুধু সেগুলোই লাগাবেন। অর্থাৎ যে গাছগুলো সূর্যালোকের সংস্পর্শ ছাড়াই অনেকদিন বেঁচে থাকতে পারে সেই গাছগুলোই হলো মূলত ইনডোর প্লান্ট।
আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
My YouTube channel link :👇👇👇
https://youtube.com/@TathoyAfroz?si=aN0vv9dQCT51gDPj

Sort:  

Congratulations @tathoy! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You received more than 1000 upvotes.
Your next target is to reach 1250 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

Our Hive Power Delegations to the April PUM Winners