অনলাইন প্রেজেন্টেশন

in BDCommunity3 years ago

IMG_20200816_114615.jpg

সকাল উঠেই প্রেজেন্টেশন দিতে অনলাইনে। এইতে আহাকার লেগে যাবে এখন বন্ধুদের মধ্যে, কে বানাবে স্লাইড রাতে ঘুম বাদ দিয়ে। স্যার তো হুশিয়ারি দিয়ে দিছে প্রেজেন্টেশন না দিলে এক মার্কও দেওয়া হবে না, বাধ্যতামূলক। কয়েক ঘন্টা সময় এর মধ্যেই স্লাইড বানিয়ে প্রস্তুত করতে হবে। ফেসবুক গ্রুপে সিদ্ধান্ত গ্রহন চলছে, কে স্লাইড বানাবে এইবার। সবাই একটা করে এক্সকিউজ দেখিয়ে কেটে পড়লো, কেউ অসুস্থ, কেউ ক্লান্ত। শেষে আমি ছাড়া কেউ রইলো না। করার শেষমেশ আমাকেই দায়িত্ব নিতে হলো সবার প্রেজেন্টেশন স্লাইড তৈরী করার। কি যে বিরক্তকর কাজ! এরই মধ্যে স্যার গ্রুপে জানিয়ে দিলো কারো স্লাইডের সাথে কারো স্লাইড যেন না মিলে যায়,কড়া ভাষায় নিয়ম জারি করে দিলো।

সবার তো মাথায় আকাশ ভেঙে পড়া অবস্থা, একি!! তাহলে এখন কি হবে! সবাইকে স্লাইড বানাতে হবে আলাদা আলাদা করে। সবার ঘুম হারাম করে দিলো। সবাই উঠে পড়ে লেগে পড়লো স্লাইড বানাতে। কারন সবাই যার যার মত করে ব্যাস্ত থাকে। স্লাইড বানানো টাকে সময়ের অপচয় মনে করে নিয়ে নেমে পড়লো বিরক্তিকর যুদ্ধে। কিন্তু মটেও সময়রে অপচয় নয় এটা, এটা ভালো ভাবে উপলব্ধি করতো যদি প্রেজেন্টেশন অফলাইনে দেওয়া লাগতো, মানে ক্লাস রুমে সশরীরে দেওয়া লাগতো তখন ঠিকই টের পেত কত ধানে কত চাল।

সাধারণত যখন ভার্সিটি খোলা থাকত তখন এক সপ্তাহ আগে প্রেজেন্টেশন টপিক দেয়, এর মধ্যে বানিয়ে, সেই বিষয়ের উপর রিসার্চ করে প্রেজেন্টেশন দিতে হয়। কিন্তু যেহেতু অনলাইনে কয়েক ঘন্টা আগে চাপিয়ে দেওয়া হয়েছে। এতে সবার মন খারাপ তার উপর আবার আলাদা আলাদা করে স্লাইড বানাতে বলাতে সবাই ক্ষুব্ধ এখন। রেগে লাভ নাই কারন আগে পরে বানাতেই হবে। এদিকে আমি তো আগেই প্রস্তুতি নিয়ে ফেলছি নিজের টা নিজেই বানিয়ে ফেলবো। সাথে ফ্রেন্ডের রিকুয়েষ্ট তার ল্যাপটপ সমস্যা করতেছে, তাই তার জন্য যেন আলাদা করে একটা স্লাইড বানাই।

কি আর করার স্বীকার করে ফেললাম তার জন্যও একটা বানাবো। কিন্তু ঘুম চোখে বানানোর সময় টের পেলাম নিজের টা শেষ হলেই বাপের নাম। ৩ ঘন্টায় শেষ করলাম স্লাইড বানিয়ে, একটাই ইন্টারফেস চেঞ্জ করে নাম আইডি পাল্টিয়ে বসিয়ে দিলাম বন্ধুর জন্য। একটা বানানোর পর আর এনার্জি নাই আরেকটা নতুন করে বানানোর। খুব বিরক্তকর। ১১টার সময় প্রেজেন্টেশন দিতে হবে, জুমে প্রেজেন্টেশন নিবে। রুলস হলো, আমার স্লাইড ওপেন করে স্ক্রিন শেয়ার দিতে হবে আর স্যার কোন প্রশ্ন করলে সেটার উত্তর দিতে হবে। এদিকে আমি সম্পুর্ন স্লাইস গুগল থেকে কপি পেস্ট করে বানিয়ে রিভাইসও দেই নি। স্যার প্রশ্ন ধরলে নিশ্চিত আমি পারবো না।

প্রেজেন্টেশন শেষে মনে হলো সমস্যা করবে ততটা না করেই সফল ভাবে প্রেজেন্টেশন দিয়েছি।

Sort:  

Hi @toushik, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON