You are viewing a single comment's thread from:

RE: The Weekly Turni-Issue 54

in BDCommunity3 years ago

It's not just a quote, it's a reality. Our wont is to blame others, and that is enough to make one suffer.
The way I see empathy is letting others feelings flow into you so that you can feel the same level of emotion as others. No, I don't know much about it either, so that's exactly what I understood so far. It is normal for us humans to be emotional, to empathize with someone's grief, and to share happiness with happy.

Aint Your Friend

We have so many friends in our life, we don't remark all our friends in the same way. So how do we expect something good or trust worth from all our friends? We can't. Consciously, it's wise to trust friends, not only friends though, Trusting people carefully, trusting someone too quickly can also be a bad experience.

ওল্ড ইজ গোল্ড

আসলেই সব ওল্ড ইজ গোল্ড না তবে এটা বাংলা পুরাতন গানের সম্পর্কে হলে দ্বিতীয় কথা হবে না। আমি গান শুনতে বেজায় পছন্দ করি, বিশেষ করে পুরাতন কিছু গান আছে যেগুলো কখনো বিরক্ত অনুভব করায় না। কিন্তু একটা বিষয় যে বর্তমানে পুরাতন গানগুলোকে নতুন করে গাওয়া হচ্ছে সেগুলোর চেয়ে পুরাতন সুরই বেশি আকর্ষণ করে আমাকে।
যেমন ধরেন মান্না দে'র কফি হাউজের আড্ডায়, তার সুরের মাঝে যে মহত্ত্ব আছে বর্তমানের যারা গায় তাদের সুরে সেই মহত্ত্ব খুঁজে পাওয়া যায় না।

Marital Rape

এটা তো গ্রামের বর্বর গুলোর ইতিহাস, আজকাল শহরের ঘটনা সম্পর্কে অবগত থাকলে নিশ্চয় বুঝতে পারবেন। ফেসবুকে কিছু গ্রুপ আছে যেগুলোতে এমন ঘটনার চিত্র প্রতিদিনের রুটিন করার পোস্ট। টাকা পয়সা ওয়ালা ছেলে দেখে বাবা মা বিয়ে দিয়েছে যেন আর্থিক ভাবে মেয়ে সুখী থাকে কিন্তু মানসিক দিকে খেয়ালই করে না। দিনের পর দিন ধর্ষণের স্বীকার হতে হয়। বলছি না সবাই এমন আসলে গুটিকয়েক মানুষের জন্য পুরো সমাজের'ই বদনাম হয়ে যায়, আর এটাই স্বাভাবিক তবুও কি অভিভাবকেরা সচেতন?

Sort:  

একদম ঠিক বলেছেন ভাই।
কিছু ভালো ফিউশন যদিও হয়েছে দ্য'একটা; বাকীগুলো তো রদ্দি।
সেই সুরের মহত্ত্ব খুঁজে পাই না। গানগুলর আবেদন যেন দিন কাল মাস আর
সময়ের গন্ডিকে পেরিয়ে গেছে; আজ তারা অন্য এক উচ্চতায়। হাজারো বাংলা
গানপ্রেমির হৃদয়ে তারা বেঁচে থাক হাজার বছর!

সুন্দর মতামতের জন্য শুভেচ্ছা নেবেন...

হ্যা,ঠিক বলেছেন একদম।এসব আজকাল ট্রেন্ড এ পরিণত হলো যেনো!
আচ্ছা তওশিক ভাই,নতুন একটা লেখা মাথায় আসলো আপনার কমেন্ট পড়ে।ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ❤️