Hello Everyone,,,
আশা করি, সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আমার পরিচিতিমূলক পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি । তাহলে শুরু করা যাক -
আমার নাম তনয় রায়। আমি বাংলাদেশে বসবাস করি , আমার জেলা খুলনা। আমি খলসিবুনিয়া জি,পি,বি, মাধ্যমিক বিদ্যালয় থেকে SSC (Secondary School Certificate) এবং বটিয়াঘাটা কলেজ থেকে HSC (Higher Secondary Certificate ) পাস করেছি। আমার বিষয় ছিল কমার্স।
বর্তমানে, আমি আজম খান কমার্স কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্র। আমি ব্যবস্থাপনা বিভাগে পড়াশুনা করি এবং কলেজের প্রজেক্টগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি।
আমার পরিবারে তিনজন সদস্য। আমি আমার বাবা-মায়ের সাথে গ্রামে থাকি। আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসি।
আমি ক্রিকেট এবং ফুটবল ম্যাচ দেখতে ভালোবাসি। আমি ফটোগ্রাফি করতেও ভালোবাসি। আশা করি আগামী দিনে আমার ছবি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাবো।
আমি অনলাইন অন্য প্লাটফর্মের সাথে অনেক দিন যুক্ত রয়েছি এবং আমি অনেকেই দেখেছি hive.blog এ কাজ করতে। তাই আমি সেখান থেকে উৎসাহিত হয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং সামনের দিনগুলো ধৈর্য্য ও নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করবো। আশা করি, আপনারা আমার পাশে থাকবে।
আমার সোশ্যাল মিডিয়া একাউন্ট -
ফেসবুক - https://www.facebook.com/share/18oS2gKStr/
English Version :-
Hope everyone is well. I am well too. Today I am going to share my introductory post with you. So let's get started -
My name is Tanay Ray. I live in Bangladesh, my district is Khulna. I have passed SSC (Secondary School Certificate) from Khalsibunia G,P,B, Secondary School and HSC (Higher Secondary Certificate) from Batiaghata College. My subject was Commerce.
Currently, I am a 3rd year Honors student at Azam Khan Commerce College. I study in the Management Department and actively participate in college projects.
There are three members in my family. I live in the village with my parents. I love spending time with my family the most.
I love watching cricket and football matches. I also love photography. I hope to get a chance to share my photos with you in the coming days.
I have been associated with other online platforms for a long time and I have seen many people working on hive.blog. So I got inspired from there and joined you and will try to work with patience and dedication in the coming days. I hope you will be by my side.
END |
---|
Welcome to the best web3 network ever, Tanay. Have fun around here!
Thank you so much. 🥰
Hello @tanay.ray!
Welcome to Hive.
I recommend that you add an English translation to your posts (I bet deepL would be helpful), making your posts 300-350 words per language (personally I couldn’t find any translators for you language) and engaging.
I invite you to explore other communities you might like that are part of the OCD Communities Incubation Program. Check out all the communities, read their rules and post in the one that fits your content.
I wish you success on Hive.
@bemier, Ok, ma'm. Actually Bengali is my native language. Thank you Very much for your valuable advice.