অনেক ভালোবাসতাম তাকে

in #i6 years ago

অনেক ভালোবাসতাম তাকে। আমার সাথে নেহার কলেজে দেখা হয়েছিল। সেখান থেকেই আমি তাকে ভালোবেসে ফেলেছি। সেও আমাকে ভালোবাসে ছিল। সে আমাকে এতো ভালবেসে ছিল যে, আমি তার কাছে না থাকলে সে থাকতে পারতো না। আমি তাকে ছাড়া কোথাও যেতাম না।

সে সবসময় আমাকে বলতো, তুমি কখনো আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকতে পারবো না।

কিন্তু আমার কি কপাল দেখো। সে আমাকে ছেড়ে চলে গেলো।

আমি তাকে ধরে রাখতে পারলাম না। সে পৃথিবী ছেড়ে চলে গেলো। IMG_20180314_112655_810.jpg

আমি তো তাকে ছাড়া থাকতে পারবো না। কারণ সে ছিল আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। সেও আমাকে ছেড়ে চলে গেলো আমি এখন অনেক কষ্টে আছি।