আমাদের জাতীয় ফল কাঁঠাল

in #jackfruit6 years ago (edited)

আমাদের জাতীয় ফল কাঁঠাল 

আমাদের দেশে কাঁঠাল পচুর পরিমাণে উৎপাদন করা হয় । এই কাঁঠাল শহর এলাকার মানুষের কাছে খুবই জন্য প্রিয় । মানুষ কাঁঠাল খেতে অনেক পছন্দ করে । কাঁঠালের সব কিছু অনেক দামি । কোন কিছু ফেলে দেওয়ার মত নই । 

গাছ থেকে শুরু করে কাঁঠালের সাল পজন্থ সব কিছু অনেক মূল্যবান । কাঁঠালের পাতা ছাগলের  অনেক প্রিয় । ছাগল কাঁঠালের পাতা অনেক পছন্দ করে । 

image source

আমাদের দেশে প্রত্যেক বছর পছুর পরিমাণে কাঁঠাল উৎপাদন হয় । এই বছর এত পরিমান কাঁঠাল উৎপাদন  হইছে মানুষ শেষ পজন্থ কাঁঠাল খাইতে খাইতে হাফাই গেছে । আমাদের দেশে কাঁঠাল অনেক সস্থা । একটি বড় কাঁঠাল ৪০/৬০ টাকা মূল্য । 

এই কাঁঠালের সারা গাই কাঁটা থাকে । কাঁঠাল ফল অনেক পুষ্টি কর । একটি কাঁঠাল ফলে পছুর পরিমাণে ভিটামিন থাকে । কাঁঠাল ফল খাইয়া কেউ যদি ঠিক মত হজম করতে পারে ।সে অনেক  পুষ্টি অর্জন করতে পারবে । 

এই কাঁঠাল ফল বিশেষ করে গ্রামের মানুষ পান্থা ভাত দিয়া খাই । অনেক মজা লাগে । আমিও কই একবার খাইছি । খুবই মজা লাগে । 

আপনারা যদি এই টেস্ট বুঝতেন তাহলে কাঁঠাল খাইতেন ।

Sort:  

Jack fruit are looking awesome since it's grow as grouping

Jack of all fruits with multiple health benefits.

First time i see this fruit.

Looks interesting

Wow
I have not seen the real thing.
I want to try someday.