চাঁদে মানুষ পাঠাবে অ্যামাজন?

in #journey6 years ago

অ্যামাজনের সিইও জানিয়েছেন, পাঁচ বছরের মাঝেই চাঁদে মানুষের বসতি তৈরির আশা করছেন তিনি।
amazon-06072018-582970794.jpg

অনেকেই জানেন পণ্য সরবরাহের কোম্পানি অ্যামাজনের সিইও এবং সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস। তবে অনেকেই জানেন না, তার মালিকানায় রয়েছে একটি মহাকাশযান প্রস্তুতকারক কোম্পানি ‘ব্লু অরিজিন’। অ্যামাজনের এই সিইও জানিয়েছেন, পাঁচ বছরের মাঝেই তিনি চাঁদে মানুষের বসতি তৈরির আশা করছেন।

সংবাদমাধ্যম দি নেক্সট ওয়েবের প্রতিবেদনে জানানো হয়, ‘ব্লু মুন’ প্রজেক্ট নামের এক পরিকল্পনার আওতায় ২০২৩ সাল বা তারও আগেই মনুষ্যবাহী রকেট চাঁদে পাঠাতে চান বেজোস।

শুধু বেজোস নন, নাসাও দ্রুতই চাঁদে মানুষ পাঠানো শুরু করবে, হয়তো সামনের বছরেই। অন্যদিকে স্পেসএক্স কোম্পানির সিইও ইলোন মাস্ক ২০২২ সাল নাগাদ মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর কথা ভাবছেন। ব্লু অরিজিন দ্রুতই পাবলিক প্যাসেঞ্জার সিট দেবে তাদের মহাকাশযানে।

ব্লু অরিজিনের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর এ সি কারানিয়া জানান, প্রথম ধাপে মঙ্গলে ল্যান্ড করার সুযোগ-সুবিধা তৈরি করবেন তারা। সেখানে কয়েক মেট্রিক টন ওজনের মালামাল নামানোর ব্যবস্থা থাকবে। কারণ মঙ্গলে মানুষ স্থায়ীভাবে বাস করতে চাইলে এমন সুবিধা থাকা জরুরি।

পৃথিবীতে ইতোমধ্যেই ডেলিভারির বাজারে ফেডএক্স এবং ইউপিএস কোম্পানিগুলোকে টেক্কা দিচ্ছে অ্যামাজন। চাঁদেও তা করার চিন্তা করছেন বেজোস।

🌍 ▶️🎑

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://www.boxofficemojo.com/