এ যুগে নারি

in #lades6 years ago (edited)

source
images (1).jpeg

আধুনিক যুগের আধুনিক নারী
আধুনিকতা ভাল বাসে,
বুক কাটা জামা পড়ে
পাতলা ওড়না উড়ায় বাতাসে।
আকর্ষনিয় রকমারি ড্রেসে
যুবতিরা নগ্ন ঠাটে ঘুরে,
এ যুগের নারিরা এখন পৌছে গেছে
প্রগতির চরম শিখরে।
হেলে দুলে হাটে নারী
বাধন ছাড়া চলে,
তাদের দেখে নষ্ট ছেলে
প্রেমের জাল ফেলে।
মাথার চুল উড়ে ওদের
হাওয়ার তানে তানে,
সত্যিই ওরা নষ্ট নারী
বলে সর্ব জনে।
পর্দা ছেড়ে শামি ফেলে
চলছে পথ ভুলে,
নারী জাতির কলংক ওরা
যাবে রসাতলে।

আমার সুন্দর সুন্দর আরো লিখাগুলি পেতে
follow me