যেকোন ধরনের স্কিল শেখার জন্য করনীয় পদক্ষেপ

in #learning-skill7 years ago

বছরের শুরুতে আমরা সকলেই নানা ধরনের আশা প্রত্যাশা বা প্রতিজ্ঞা বদ্ধ হই। আমরা অনেকেই নানা ধরনের স্কিল শিখতে চাই । কিন্তু বছর শেষে দেখা যায় সেই স্কিল শেখা হয়ে উঠে না । হতাশ হয়ে পরি এবং পরবর্তিতে সেই স্কিল শেখার আগ্রহ হারিয়ে ফেলি । আবার অনেকে আছি যারা কি স্কিল শিখবো সেটি নির্বাচন করে পারি না। আসলো স্কিল বলতে আমরা কোন স্কিল কে বুঝি ?? ব্যক্তিজীবনে এমন অনেক স্কিল রয়েছে যেগুলোর উপর জীবন-মৃত্যু পর্যন্ত নির্ভর করে । তাই আজই নিজের আত্মাকে প্রশ্ন করুন আপনার মধ্যে এমন কয়টি স্কিল রয়েছে ।


Source

আমরা বাঙ্গালি জাতি অনেকটাই আরামপ্রিয় ও অলস প্রকৃতির আমাদের স্কিল না শেখার পিছনে এই দুটি কারন অতপ্রোত ভাবে জড়িত । আমরা যখন মন স্থির করি কোন কিছু শেখার জন্য ঠিক তখন পর্জন্তই সেই স্কিল শেখার আগ্রহ থাকে । কিছুদিন পার হয়ে গেলে আর সেটির তেমন গুরতব থাকে না । মাঝে মাঝে মনে করি এই স্কিল শিখতে বেশি সময় লাগবে না আমি দুই তিনদিনের মধ্যেই শিখে ফেলবো । কিন্তু তা আর হয়ে উঠে না সেই কারনেই আমাদের স্কিল শেখা হয় না। এই বিষয়ে GEORGE SAVILA বলেন ;

" A man who is a master of patience is master of everything else "

তাই যেকোন কিছু শিখতে হলে সর্বপ্রথম যেই উপাদানটির দরকার সেটি হচ্ছে ধর্য্য , হতাশ হয়ে পরলে আপনাকে দিয়ে কখনোই সেই কাজটি সম্পন্ন করা সম্ভব হবে না । আপনি যেই স্কিলটা শিখতে চান তার দিকে ধিরে ধিরে অগ্রসর হোন । স্কিল শেখার পথে যেই বাধাগুলো আসবে তার সম্মুখীন হতে নিজেকে প্রস্তুত করুন ।

Sort:  

You got a 36.95% upvote from @postpromoter courtesy of @rishan!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

@draboq is posting some interesting medical facts on Steemit, I am the first guy to do so, i hope you enjoy

Yeah sure i will check your blog soon

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!