Arrange marrige

in #marrige8 years ago

এ্যারেঞ্জ ম্যারেজ নাকি ধর্ষণের অপর নাম। এই বক্তব্যের সথিত একমত হইয়া আমাদের ভগিনীগণ গণহারে পিরীত অন্বেষণ শুরু করিলেন। কারণ লাভ ম্যারেজ করিয়া ধর্ষণ হইতে মুক্তি পাইতে হইবে। পিরীতির জন্য শেষমেশ তাহারা খুঁজিয়া পান, আর কেহ না, বরং সেই বক্তাদের, যাহারা কহে এ্যারেঞ্জ ম্যারেজ হইতেসে ধর্ষণের অপর নাম।

এরপরের গল্প হইল, ভগিনীগণ কাঁন্দিয়া কহেন, যাহা হইয়াছে তাহা আসলে বিবাহের প্রলোভন দেখাইয়া ধর্ষণ।

এ কেমন প্রলোভন?! কিরে, তুই না নিজেই সাইধা গেলি পিরীত করতে? তোর কাছে এ্যারেঞ্জের অপর নাম তো ছিল ধর্ষণ, তাই না তুই লাভ করিয়া ট্রায়াল দিতে গেলি! এখন ট্রায়ালরেও কস ধর্ষণ? এ কেমন বিসার? স্যেকুলাঙ্গার দের কাস থেকে ভালা আর কিই শিখবি...