Autonomic Nervous System

in #medical6 years ago

একটি clinical গল্প: Sympathetic & Parasympathetic
.
Human being is desinged by Allah(The Greatest).পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা, শরীর বেছে নেয় নিজেই, আপনার ডিসিশনের জন্য বডি তখন ওয়েট করে না, যাকে বলে Autonomic Nervous System.একটি sympathetic অন্যটি parasympathetic.একেকটা একেক জায়গায় একেক কাজ করে আলাদা করে মনে রাখা খুবই জটিল!
.
Sympathetic কে বলায় হয় fight or flight system...অর্থাত এর কাজ গুলো যখন পড়বেন তখন মনে রাখতে হবে আপনাকে সিংহ তাড়া করেছে ;এই মুহুর্তে আপনি কি করবেন? sympathetic has been activated & u r ready to go 😎
.
সিংহ দেখে প্রথমেই তো চোখ বড় বড়(Dilated pupil) করে তাকাবেন (😱)...তারপর দিবেন ছ্যচড়া চোরের মত ছিচকা দৌড়.....
.
তারপর heart : দৌড়ে পালানোর সময় কি হবে?বুকের ধুকধুকানি বেড়ে যাবে তাইনা?মানে Increased Heart rate, ভাল কথা, হার্ট অনেক বেশি কাজ করছে!তো হার্টেরও তো প্রচুর এনার্জি দরকার তাই না?তাহলে coronary vesodilatation হয়ে হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই বেড়ে যাবে!
.
এবার lungs : দৌড়ালে আপনি হাপিয়ে যাবেন, তখন increased respiratory rate (tachypnoea)...আর পালানোর সময় আপনি নিশ্চয় চাইবেন যেনো আপনার bronchus dilate থাকে, কারন পালানোর সময় bronchocinstriction হলে আপনি দৌড়ে কুল পাবেন না, সেজন্য চাই ঝকঝকে dilated bronchus 😜
.
Kidney : কেমন হয় আপনার পিছে সিংহ তাড়া করেছে আর আপনি দৌড়ানোর সময় হিসু চাপাইছে? 😁হে হে, sympathetic nervous system has sympathy on you, it will never harass you...যাতে হিসু না চাপায় সেজন্য ব্যবস্থা আছে....Decreased GFR..কিভাবে?Renal vesoconstriction হয়ে GFR কমাবে, আর আপনার হিসুও চাপাবে না...খুব মজার না? 😜
.
GIT : সিংহে তাড়া খেয়ে দৌড়ানোর সময় হাগু চাপ আসলে কি অবস্থাটা হবে চিন্তা করেছেন?😱 না আপনাক চিন্তা করতে হবে না, sympathetic system আপনার উপর এত অন্যায় হতে দিবে না, by decreasing GIT motility & contraction of sphincters....তাছাড়া GIT তে একটা ম্যসিভ পরিমান ব্লাড সাপ্লায় হয়.... এটাকে না কমালে ঐদিকে heart lung এ বেশি ব্লাড যেতে পারবে না, তাই GIT তে mainly vesoconstriction হয়
.
Skin : এমনি ভয় পেয়েছেন, তারউপর দৌড়ে পালাইতাছেন....শরীর তো ঘামবেই তায় না?So it increases sweating....আবার পলায়ন করার সময় আছাড়া খেয়ে পড়লে রক্ত পড়বে...তখন কিন্তু heart lung এ রক্তের কমতি হতে পারে... সেজন্য পইড়া আছাড় খায়া যেন চামড়া দিয়ে রক্ত নস্ট না হয় সেজন্য sympathetic system কিন্তু চামড়ায় vesoconstriction কইরা আপনের প্রতি আবার তার সিমপাথি প্রকাশ করলো!
.
এত দৌড়াদৌড়ির সময় শরীরে শক্তি দরকার... কই পাইবেন? পকেটে চকলেট থাকলে খাইতে পারেন আর যদি না থাকে তো again, sympathetic will handle this..... কিভাবে?লিভারে glycogenolysis করে রক্তে গ্লুকোজ দিবে গ্লুকোজ, বুজলেন?দৌড়ে দৌড়ে সব গ্লুকোজ শেষ কইরালাইসেন?এখন কি হপ্পে? 😭....no tension...এখন lypolysis হপ্পে বস....Fat থেকে আরো এনার্জি...তো এবার দৌড় আরো জোরে হপ্পে বস, জোরে হপ্পে....
.
"Yo man Yo, I have fat now
Kisi kehte clinical গপ clinical গপ
Isi kehte clinical গপ clinical গপ"
.
ব্যস, অনেক কস্ট করে দৌড়া দৌড়ি করসেন, heart lung অনেক কস্ট করসে, এখন এদের একটু রেস্টের ব্যবস্থা তো করবেন, তাই না?
.
থাক হৈছে, মানুস বড়ই অকৃতজ্ঞ, আপনার কিছু করতে হবে না, যা করার parasympathetic করবে..... ঠিক উল্টা কাজ গুলো হবে, আর শেষে আপনি হিসু আর হাগু করে ঘুমিয়ে পড়বেন!....ব্যস, autonomic nervous system automatic পড়া হয়ে যাবে..... এসব ছুটামুটা জিনিস আবার পড়া লাগে নাকি?
.
এখন বাইরে যাবেন... একটা লম্বা দৌড় দিয়ে দোকান থেকে Mr.Twist Chips কিনে এনে খান... দেখবেন রিভিশন হয়ে গেছে.... ^_^....This is the way to learn medical science...Get set go! image

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.facebook.com/Diploe-Undergraduate-Programme-211861242354693/