Immune system

in #medical6 years ago

একটি clinical গল্প:Immune system
.
Neutrophil বডিতে সবসময় ঘোরাঘুরি করে, macrophage এর সাথে চরম ঘনিষ্ঠতা, এরা সব সময় একসাথে ঘুরে, খায়, দায়, ঘুমায় বলতে গেলে জানে দিগার দোস্ত।এদের খাবার ও একই, এরা শুধু bacteria খেয়ে বাচে।
.
তো একদিন inferior extremity তে ঘুরতে গিয়ে দেখা হয় এক parasite এর সাথে, neutrophil এর চাইতে সাইযে বিশাল, neutrophil গিয়ে কাদু কাদু গলায় বলে-
.
Neutrophil:ভাই, আপনি কে, আমাদের extremity তে কি করছেন?😞
.
Parasite:তোদের এক্সট্রিমিটি মানে?যা ভাগ শালা😡
.
Neutrophil:আমি আমার বড় ভাইকে বলে দিবো, আপনি আমাকে বকছেন 😭😭
.
Parasite:কে তোর বড় ভাই, যা নিয়ে আয় 😡
.
Macrophage কে আড়ালে পাহারা দিতে বলে Neutrophil তার বড় ভাই Eosinophil কে ডেকে আনল, তারপর....বিকটাকার Eosinophil কে দেখে Parasite তের হাতপা কাপাকাপি শুরু হয়ে গেল.....
কিন্তু Eosinophil নির্দয়, বেচারা প্যারাসাইটের ঠ্যাং ভেঙ্গে হাতে ধরায় দিয়ে বল্ল শালা, এবার যদি আসিস তবে তোর হাত ভেঙ্গে গলায় মালা বানায় দিবো।
.
অতঃপর ছোট ভাই Neutrophil কে একটা চকলেট দিয়ে চলে গেল।সে চকলেট Neutrophil ভাগাভাগি করে নিল Macrophage এর সাথে।
.
এদিকে Immune system এর রাজা T cell সবায়কে তলফ করেছে, তার তিন ছেলে হয়েছে,নাম রেখেছেন Helper T, suppressor T আর Cytotoxic T।
.
Suppressor T খুব শান্ত, খালি ঘুমায়, আর Helper T ও Cytotoxic T খুব বেয়াড়া।এভাবেই তারা বড় হচ্ছে।তিন ভাই Thymus থেকে Training শেষ করে দেশে ফিরেছে, এবার তারা প্রস্তুত যুদ্ধের জন্য।
.
প্রথম যুদ্ধে গেল তিন ভাই.......
.
Helper T বললো : Macrophage plz bring me some Bacteria......
..................ওমনি Macrophage ছুটে গিয়ে ধরে আনলো দুইটা Bacteria, একটাকে MHC 2 দড়ি দিয়ে বেধে Helper T কে দিল, আর অন্যটাকে MHC 1 দিয়ে বেধে Cytotoxic T কে দিল।
.
এই দুই T ভাই আচ্ছামত ধোলাই শুরু করলো, তাতে আশেপাশের Endothelial , অন্য Blood cell ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ইতিমধ্যে চিল্লাচিল্লি শুরু করছে যে Bacteria ধোলায় করতে গিয়ে আমাদের ঘরবাড়ির Inflammation মেনে নিবো না, মামলা করবো হেনো তেনো....
.
তখন Suppressor T এসে অন্য দুই ভাইকে ঠান্ডা করলো,বুঝিয়ে সুজিয়ে রাজ্যে নিয়ে গেল।এখন প্রতিবেশী ক্ষতিগ্রস্ত Cell গুলো তাদের ঘরবাড়ি মেরামতশুরু(Healing & repair) করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো. image

Sort:  

very nice post...thanks for share

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (29/03/2018) link

supported by @nmb82ig & you got 4 upVote free