"grave of the firefliesআমার এতটুক জীবনে বোধহয় এতটা কাঁদিনি যতটা আমি এই এনিমেশন মুভি দেখে কেঁদেছি।

in #movie6 years ago

আমার এতটুক জীবনে বোধহয় এতটা কাঁদিনি যতটা আমি এই এনিমেশন মুভি দেখে কেঁদেছি। জীবনে যত কিছুই আসুক না কেন কিন্তু সেইতা আর সেতসুকোর মুখগুলো মনে করলে সেসব সত্যি ফিকে লাগবে। আমার দেখা এ যাবতকালের সর্বশ্রেষ্ঠ মুভি আমি "grave of the fireflies " কেই বলবো। কিছু কিছু চরিত্র যেমন মনে গেঁথে যায় ঠিক তেমনিভাবে সেতসুকোর বাচ্চা মুখটা ভুলতে পারছি না।
★imdb rating জানি না কিন্তু আমার কাছে এই মুভিটা rating এর উর্ধে।