৬৫ কোটি বাজেটের এইমুভি দেখে কেউ বিলিভ করবে না,৬৫ কোটিতে এমন মুভিও বানানো সম্ভব...!!😵 সালমান খান ২০০ কোটি দিয়ে হালুম জিন্দা হে বানিয়েছিল যা বলিউডের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন মুভিগুলোর একটা আর তা ভিভেগামের মতোই স্মাই থ্রিলার অ্যাকশন জনারে পড়ে,এর পরেও আমি বাজি লাগিয়ে বলতে পারি, সালমান খান কেন, বলিউডের কেউ ৩০০ কোটি খরচ করলেও ভিভেগামের লেভেলের মুভি বানাতে পারবে না,কারণ তাদের কাছে শুধু টাকা আছে ইউনিক কিছু বানিয়ে দেখানোর মতো বুদ্ধি নাই, আর যাদের আছে তাদের বাজেট নাই বা তারা এমন জনারের মুভি বানায় নাহ,লাইক আনুরাগ কাসাপ....!!!

You got a 3.96% upvote from @dailyupvotes courtesy of @mnoor!
Great post!
Thanks for tasting the eden!