$Steemit Lover Group A- অবশেষে "পেপাল" আসছে বাংলাদেশে

in #paypal7 years ago

অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম সিস্টেম ‘পেপাল’ বাংলাদেশে চালু হচ্ছে আগামী ১৯ অক্টোবর (বৃহস্পতিবার)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন।

সোমবার (০৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘বুস্ট ইউর বিজনেস’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

পলক বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য একটি সুখবর রয়েছে। ১৯ অক্টোবর আইসিটি মেলায় সকাল ১০টায় বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পেপাল উন্মোচন করা হবে।

তিনি বলেন, এতোদিন ফ্রিল্যান্সারদের পেপাল অ্যাকাউন্ট ছিলো না বলে অনেক সমস্যায় পড়তে হয়েছে। পেপাল চালু হলে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা উপকৃত হবেন। এছাড়া রেমিট্যান্স আসার হার বাড়বে। আইসিটি খাতে রেমিট্যান্সে যে লক্ষ্য তা অর্জনে সহায়তা করবে।

‘পেপাল’ বিশ্বের বৃহত্তম ইন্টারনেট পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে কোনো কোড নম্বর ছাড়া শুধু ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে অনলাইনে অর্থ স্থানান্তর করা যায়।

প্রথমদিকে সোনালী, রূপালী, সোস্যাল ইসলামী ব্যাংকসহ নয়টি ব্যাংকে পেপাল সেবা পাওয়া যাবে, যা ধীরে ধীরে আরও সম্প্রসারিত হবে।

অনলাইন বিক্রেতা কোম্পানি এবং অন্যান্য বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য একটি পেমেন্ট ব্যবস্থা হলো ‘পেপাল’।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এমসি/জেডএসPayPal.png

Sort:  

great news for all bangladeshi
but we have to use it properly
don't we?

Like commant and reply

yes great news

Yes its so good

done,, vote and reply my comment and back my posttt

Maybe..

done,, vote and reply my comment and back

paypal asle to valoi

good news paypal

ভাই কমেন্টে রিপ্লে দিয়েন, কমেন্টে ভোট দিয়েন

great news

great news