You are viewing a single comment's thread from:

RE: My younger brother's smile is a moment

in #photo6 years ago

পৃথিবীতে সবচেয়ে মধুর আর মিষ্টি সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক।বড় ভাই ছোট ভাই এর সম্পর্ক ।যেখানে সারাদিন এতো ঝঁগড়াঝাটি, মারামারি, রাগ, অভিমান,খুঁনসুটি তারপর দিন শেষে তুই না খেলে আমিও খাবোনা! পরিবারে একটা বড় ভাই থাকা মানে একটু শাসন আর অনেকটা ইচ্ছে পূরনের চাবিকাঠি।আর ছোট ছোট ভাই বোন থাকা মানে অনেকটা খুঁনসুটি আর মন ভালো রাখার চাবিকাঠি।।ছোট ছোট ভাই বোনদের ছোট ছোট আবদার গুলা পূরন করতে পারার মধ্যে ও অন্যরকম একপ্রকার ভালো লাগা কাজ করে! তার বিনিময়ে যেই ভালোবাসা আর মিষ্টি হাসিখানা পাওয়া যায় তা যেনো লক্ষ কোটি টাকার চাইতেও বেশি মূল্যবান।।কাছে থাকলে হয়তো বা আমরা ভাই বোনের ভালোবাসাটার গভীরতাটা বুঝতে পারিনা! কিন্তু কিছুক্ষনের জন্য একটু চোখের আড়াল হলেই বোঝা যায় ভাই বোন কি জিনিস! কতোটা না ভয় ভৃতি কাজ করে তাদের জন্য,কতোটা দুশ্চিন্তা হয় সেটা ভাষায় প্রকাশ করার মত নয়।।