shahpori island, Bangladesh

in #photography6 years ago

শাহপরী দ্বীপ
আমার দেখা বাংলাদেশর সুন্দরতম জায়গার ভেতর এটা একটা।মনমুগ্ধকর পরিবেশ,পাশেই আছে নাফ নদী এবং মায়ানমার। এবং এখান থেকে সেন্ট মার্টিন্স দ্বীপ ও দেখা যায়।
ঢাকা- টেকনাফ- সাবরাং স্টেশন- শাহপরী দ্বীপ
image
সাবরাং স্টেশন থেকে শাহপরী দ্বীপ সি.এন.জি দিয়ে যেতে হয়। রাস্তা খুব খারাপ,বর্ষার সময় যাওয়া থেকে বিরত থাকুন।
ভ্রমণ পিয়াসিদের জন্য অসাধারণ একটি জায়গা , তবে একজন সচেতন মানুষ হিসেবে সৌন্দর্য বজায় রাখবেন।ফিরে আসার সময় কোনো প্রকার ময়লা ফেলে আসা থেকে নিজেকে বিরত রাখুন ।
image

Sort:  

nice place.. place look like heaven

This comment has received a 0.27 % upvote from @booster thanks to: @zodon.