The Embassy is looking for the relatives of two passengers.

in #plane6 years ago (edited)

সম্প্রতি নেপালে দূঘটনায় পতিত ইউএস-বাংলা বিমানের দুই বাংলাদেশী যাত্রী পিয়াস রায় ও বিলকিস আরা’র পরিবারের পক্ষ থেকে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কোন রকম যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন সেখানকার বাংলাদেশ দূতাবাস। তারা পাসপোর্ট নম্বর ও ছবি প্রকাশ করে গণমাধ্যম গুলোকে জানিয়েছেন যে অতিসত্তর যো এই দুই মৃত যাত্রীর স্বজনেরা সেখানে যোগাযোগ করে।