দুষ্ট ছেলে

in #poem6 years ago (edited)

এক যে ছিল দুষ্ট ছেলে
নাম ছিল তার রাজা।
রাজা তো নয় দেশের রাজা
দুষ্ট রাজ্যের রাজা।
লেখা পড়ায় যেমন তেমন,
দুষ্টামিতে রাজা।
পড়াশুনায় দেয়না সে মন
খেলাধুলায় কাটায় সারাক্ষণ
নাই তো কোন নাওয়া খাওয়া
নাই তো কোন দিশা।
ঝগড়া করা বিবাদ করা
এটাই তাহার নিশা।
হঠাত একদিন পড়লো রোগে
আর দুষ্টামি না পারে ।
বিছানাতে শুয়ে শুয়ে
যন্ত্রণাতে ভোগে ,
সেদিন থেকে মায়ের
কাছে শপথ তাহার
করবেনা সে দুষ্টামি আর।images (8).jpg

Sort:  

I am absolute author this poem Please none copies this without my permission