অদিতি !

in #poem6 years ago

অদিতি !

অদিতি ! লাঞ্ছিত তুমি, লাঞ্ছিত মোর দেশ !
শুধু সমবেদনা জানায়ে তোমায় হবে কি তা শেষ ?
শোল্ডার খুলে, বোতাম ছিড়ে কী সুখ নিয়েছে পশুতে-
আর্তনাদ আর চিৎকারে মানবতা মিলে কী সহজেতে ?
না, মিলেনি সেদিনে, মিলেনি আজও !
মিলবে কী আগামীতে ?

অদিতি ! বৈরাগী ! রেগেছিল তুমি ,জেগেছি আমি-
ঘুমিয়েছ কী তুমি ? অন্ধকার এত আলোতে দেখিনি ?
দেখিনি সে হায়না, শুয়ার ও শকুনের মুখশ্রী !

আজও তো হায়না, শকুনেরা দিচ্ছে হাক-
তাইতো সুবোধের মানবতা যেথা ইচ্ছা সেথা যাক !
বিশ্বজয়ের মায়ের বুকে এখনও চিতার দাগ !
সহস্র রুবেল,মামুন দের বুক কুকুরেরা খাক !
কবি: এস এম কামাল হোসেন
তারিখ: ১৪/৩/২০১৮