জীবনের কান্না

in #poetry4 years ago

stones-g589ec01db_1280.jpg

ঢাকা শহরের মাঝে এসেছিলাম আমি অনেক স্বপ্ন এবং আশা নিয়ে কিন্তু এখন পর্যন্ত মানুষের যতটা ব্যবহার পেয়েছি, তার কোনটাই যুক্তিযুক্ত ছিলো না। শহরের মানুষগুলো অনেক নিষ্ঠুর প্রকৃতির, সহজেই কারো পাশে দাড়াতে চায় না। কেন জানি সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবে-

আমার স্বপ্নগুলো হয়তো
স্বপ্নই থেকে যাবে,
জীবনের আকাংখাগুলো হয়তো
তার জায়গায় দাড়িয়ে থাকবে।

শহরের মানুষগুলোর চেহারা
আমাকে দারুণভাবে ব্যথিত করেছে
তাদের মানসিকতার চিত্র
আমাকে বদলে যেতে বাধ্য করেছে।

হয়তো দুঃখ নিয়ে আবার
ফিরে যাবো আমার গ্রামে
নিষ্ঠুর মানুষগুলোর আরছন
মনে থাকবে সারা জীবন।

Imagen de S. Nagel en Pixabay