গোলাপের স্বর্গ রাজ্য বিরুলিয়া

in #rose5 years ago

image.png

গোলাপের গ্রাম সাভারের বিরুলিয়া। গ্রামের পর গ্রাম গোলাপসহ বর্ণিল ফুলের যেন এখানে স্বর্গ রাজ্য। বছরে ফুলের উৎপাদন শত কোটির উপরে। কিন্তু করোনায় সব কিছু ওলোট পালোট করে দিয়েছে। চাহিদা ও দাম কমের কারণে কোটি কোটি টাকার ক্ষতি হলেও সরকারি কোনো সহায়তা ফুল চাষিদের ভাগ্যে জোটেনি। তারপরও সামনের তিন মাসের কয়েকটি উৎসব ঘিরে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন তারা।