দশক সেরার ক্যাপ পেলেন সাকিব

in #sakib5 years ago

ক্রিকেটের অভিবাবক সংস্থা আইসিসি গত ২৭ ডিসেম্বর বিগত এক দশকের সেরা ক্রিকেট একাদশ প্রকাশ করেছে। যেখানে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন সাকিব আল হাসান। এবার বিশ্বসেরা অলরাউন্ডার এই একাদশের বহুল কাঙিক্ষত ‘স্মারক ক্যাপ’ বুঝে পেলেন।

রবিবার (১৭ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব এমনটি নিশ্চিত করেন। সেই স্মারক ক্যাপ পরে দেশসেরা ক্রিকেটার একটি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন, অবশেষে ক্যাপটি পেলাম। বহুল কাঙিক্ষত সেই ক্যাপ পড়ে ফেসবুকে ছবি দেয়ার পরপরই সমর্থকরা সাকিবকে শুভেচ্ছা জানাতে থাকেন।