কলকাতা নাইট রাইডার্স VS সানরাইজার্স হায়দ্রাবাদ 🏏

in #sportslast year (edited)

শেষ বেলায় জমে উঠেছে আইপিএলের লড়াই। পরের রাইন্ডে জায়গা করে নিতে নিজেদের সর্বোচ্চ দিয়ে পারফম্যান্স করছে সব কয়টি দল। এখন পর্যন্ত কোন দল দ্বিতীয় রাউন্ডের জায়গা নিশ্চিত করতে না পারলেও সবচাইতে এগিয়ে রয়েছে গুজরাট টাইটান্স। তার পরের দুই অবস্থান লাখনু সুপার জায়ান্টস আর চেন্নাই সুপার কিংসের।

চতুর্থ পজিশনের জন্য লড়ছে বাকি সব কয়টি দল। সমান ম্যাচ খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অবস্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়েলস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস এবং পাঞ্জাব। বাকি তিনটি দল কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লী ক্যাপিটালস।

২য় রাউন্ডের জন্য নিজেদের আশা বাঁচিয়ে রাখতে গতকাল মুখোমুখি হয়েছিল টেবিলে তলানির দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। একের পর এক নাটকীয়তার পর সেই ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ৫ রানের বিনিময়ে জয় পেয়েছে সুপাস্টার শাহরুখ খানের কলকাতা। ফলে ১০ ম্যাচে চার জয় আর ছয় পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অষ্টম।


image.png
IPL

গতকাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলো মিডেল অর্ডার ব্যাটারদের ভালো পারফম্যান্সে ভর করে ১৭১ রানের পুজি দাড় করায় কলকাতা। এদিন ব্যাট হাতে জ্বলে ওঠে দলের দুই তারকা ক্যাপ্টেন নিতিশ রানা এবং রিংকু সিং।

জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো করতে ব্যর্থ হয় সানরাইজেস হায়দ্রাবাদের ব্যাটারাও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে জয়ের সুযোগ মিস করে তারা। শেষদিকে হেনরি ক্যালিসন এবং আবদুল সামাদ প্রতিরোধ গড়লেও ম্যাচ শেষ করে ফিরতে পারেনি তারা। ফলে ব্যাটিং ব্যর্থতায় পাচ রান হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই জয়ে কলকাতার সুযোহ থাকছে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার। তবে সেই রাস্তাটা অনেক কঠিন। পড়তে হবে অনেক সমীকরনের মুখে। অপরদিকে হায়দ্রাবাদের বিদায়ের ঘন্টা সন্নিকটে!!


image.png
IPL