নিউজিল্যান্ডে বনাম পাকিস্তান || টি-টোয়েন্টি সিরিজ ২০২৪!!

in #sports12 days ago

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট দল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ কে সামনে রেখে দুজনের মধ্যাকর এই সিরিজের আয়োজন। ইতিমধ্যেই দল দুটির মধ্যাকার প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্বাগতিক পাকিস্তানকে চমকে দিয়ে সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ড কি পারবে শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় করে নিতে?

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলটিতে নেই নিউজিল্যান্ডের সেরা তারকারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছে দলটির মেইন খেলোয়াড়েরা। তাই পাকিস্তানের বিপক্ষে খর্বশক্তির প্লেয়ারদের কে নিয়েই দল সাজিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। অপরদিকে পাকিস্তান তাদের দলকে সাজিয়েছে সেরা তারকাদের নিয়ে। অবসর ভেঙে দীর্ঘদিন পর দলে ফিরেছে অভিজ্ঞ পেশার মোহাম্মদ আমির এবং বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তাই এই সিরিজে নিঃসন্দেহে এগিয়ে ছিল স্বাগতিক পাকিস্তান দল।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৮ এপ্রিল। কিন্তু এই ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টি বাধায়। এই ম্যাচে নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ে নামলেও মাত্র ২ টি বল ফেস করতে সক্ষম হয়েছিল। সেই দুই বলেই টিম রবিনসনকে আউট করেছিলো পাকিস্তানি পেসার শাহেন শা আফ্রীদি। শেষ পর্যন্ত বৃষ্টি বাধায় ম্যাচটি কোন ফলাফল ছাড়াই সমাপ্ত হয়।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যাকর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০ শে এপ্রিল। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে কাঙ্খিত জয়ের দেখা পায় স্বাগতিক পাকিস্তান দল। শাহেন শা আফ্রিদি, মোহাম্মদ আমির, শাদাব খানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। মাত্র ৯০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড দল। ফলে মাত্র ৩ উইকেট হারিয়েই ম্যাচে সহচর পেয়ে যায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধান এগিয়ে যায় স্বাগতিকরা।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যাকর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয় ২১ এপ্রিল। দ্বিতীয় ম্যাচে হারের পর এই ম্যাচে অসাধারণ ভাবে কামব্যাক করে সফরকারী নিউজিল্যান্ড দল। তুলনামূলক দুর্বল নিয়ে স্বাগতিক পাকিস্তানকে সাত উইকেট এর ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে ১৭৮ রান সংগ্রহ করে পাকিস্তান দল। পরবর্তীতে পাকিস্তানকে চমকে দিয়ে সাত উইকেট এর ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড।

নিজেদের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ২৫ এপ্রিল মুখোমুখি হয়েছিলো দু'দল। এই ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করে নিউজিল্যান্ড দলটি। শুরুতে ব্যাটিং করে তারা পাকিস্তানকে ১৭৯ রানের টার্গেট ছুঁড়ে দেয়। পরবর্তীতে পাকিস্তান দলের ব্যাটসম্যানরা জয়ের একেবারে কাছাকাছি গিয়েও ব্যর্থ হয় জয় তুলে নিতে। ফলে সিরিজে ২য় জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা। শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান কি পারবে সিরিজে সমতায় ফিরতে? নাকি দূর্বল দল নিয়েও সিরিজ জয় করবে ব্লাক ক্যাপসরা ?


1000018472.jpg
BLACKCAPS