ওয়ানডেতে পরাজয় দিয়ে শুরু টাইগারদের।

in #sportstalk11 months ago

বাংলাদেশ আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এর প্রথম ম্যাচ হার দিয়ে শুরু টাইগারদের। গত মাসেই টেস্ট ম্যাচে দুর্দান্ত খেলে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সেই বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে এখন খুব বাজে পারফরমেন্সে হারলো আফগানদের সাথে।

FB_IMG_1688671813071.jpg
Img

এই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলেছেন তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসাইন সান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান। আর আফগানিস্তান দলে খেলেছেন রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, রাহমাত শাহ, হাসমতুল্লা সাহিদি, মোহাম্মদ নাবি, নজিবুল্লাহ জাদরান, রাশীদ খান, মজিবুর রহমান, ফাজালহুক ফারুকী, আজমতুল্লা, মোহাম্মদ সেলিম সাফি।

শুরুতে টসে হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। ব্যাটিংএ প্রথমে ওপেনিং করেন তামিম ইকবাল ও লিটন দাস। তামিম ২১ বলে ১৩ রান করে আউট হন আর লিটন দাস ৩৫ বলে ২৬ রান করে আউট হন। এরপর নাজমুল হাসান শান্তর ব্যাট থেকেও ভালো রান আসেনি। অথচ টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের সাথেই পর পর ২ টা সেঞ্চুরি করেন তিনি। আর এই ওয়ানডেতে ব্যাট হতে মাত্র ১২ রান করেই আউট হন নাজমুল হাসান শান্ত। এরপর সাকিব ও হৃদয়ের ৩৭ রানের জুটিতে ভালই এগিয়ে যাচ্ছিল টাইগাররা। আউট হয়ে গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৮ বলে মাত্র ১৫ রান করে আউট হন তিনি। দলের এক মাত্র হাফ সেঞ্চুরি করেন তাওহীদ হৃদয়। ব্যাট হাতে ৬৯ বলে করেন ৫১ রান। এর পর আর কেউই ব্যাট হাতে ১০ এর ঘর পার করতে পারে নি। এইতো বাংলাদেশের ব্যাটিং লাইনের অবস্থা।

FB_IMG_1688671876491.jpg
Img

এরমধ্যে বৃষ্টি নেমে খেলা চলে আসে ৪৩ ওভারে। নয় উইকেট হারিয়ে ৪৩ ওভারে বাংলাদেশের রানের সংগ্রহ দাড়ায় ১৬৯ রান। কিন্তু বৃষ্টির কারণে DLS method এ টার্গেটদের রান গিয়ে দলে ১৬৪ তে, কিন্তু ওভার সেই তেতাল্লিশ। এরপর ব্যাটিংয়ে নামে আফগানরা। শুরুটা ভালোই ধীরে ধীরে এগুচ্ছিল আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুড়বাজ ও ইব্রাহিম জাদরান। ৫৪ রানের পার্টনারশিপ করে আউট হন রাহমানুল্লাহ গুবরাজ। ব্যাট হাতে ৪৫ বলে ২২ রান করে ঘরে ফিরেন তিনি। এরপর রাহমাত শাহ আউট হন ১৪ বলে ৮ রান করে। ইব্রাহিম জাদরান ও হাসমাতুল্লাহ সাহীদি দুই জনই অপরাজিত ছিলেন। ইব্রাহিম শাহ ব্যাট হাতে করেন ৪১ রান ও সাহীদি করেন ৯ রান। এই নিয়ে আফগানদের সংগ্রহ দাড়ায় ২১ ওভার ৪ বলে ৮৩ রান। এরপর আবার শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে শেষ মেষ DLS method এ ১৭ রানের জয় পায় আফগানিস্তান।

Sort:  

Congratulations @imam-hasan! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You received more than 3750 upvotes.
Your next target is to reach 4000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

HiveBuzz Women's World Cup Contest - Collect Badges and Prizes - Thousands of HIVE, Tokens or NFTs to be won!
Our Hive Power Delegations to the June PUM Winners
Yearly Authors Challenge Status