বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবন........

in #steemtuner6 years ago

সুন্দরবন বাংলাদেশের একটি একটি ঐতিহ্য।এখানে অনেক দর্শনীয় জিনিস আছে।images.jpeg
Source

এখানে অনেক ধরনের পশুপাখি ও আছে। যেমন ধরেন বাঘ,হরিণ,বানর,বিভিন্ন প্রজাতির সাপ,ময়না,টিয়া,শালিক,বাজ,ইত্যাদি বভিন্ন প্রজাতির পাখি।এখানে আরো আছে দর্শনীয় কিছু গাছ।
images (1).jpeg
Source

যেমন ধরেনঃগেওয়া,সুন্দর গাছ,গোলপাতা, কাকড়া গাছ ইত্যাদি।সবকিছু মিলিয়ে সুন্দরবন বাংলাদেশের একটি বিরাট ঐতিহ্য।এখানে প্রতিবছর হাজার হাজার বিদেশীরা ঘুরতে আসে।কয়েকটি পিকনিক স্পটও আছে।যেমনঃকরমজল,হিরণ পয়েন্ট প্রভৃতি স্থান।প্রতি বছর শীত মৌসুমে হাজারো বিদেশি টুরিস্টদের আগমন ঘটে।সুন্দরবন আমাদেরকে মায়ের মত স্নেহ করে।বঙ্গোপসাগর থেকে ওঠা হাজারো বড় বড় ঝড়ের সে মোকাবেলা করে।তার জন্য এখনো পর্যন্ত দেশের মানুষ বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মানুষ তারা অনেকটা শান্তিতেই থাকে বলা যায়।কিন্তু এতে রয়েছে একটি মারাত্মক সমস্যা।যেমনঃ সুন্দরবন গরীব-দুঃখীদের জন্য একটা জীবিকা নির্বাহের বড় প্ল্যাটফর্ম।
images (2).jpeg
source

তারা সুন্দরবন থেকে জীবিকা নির্বাহ করে। কেউ মাছ ধরে,কেউবা কাকড়া,আবার কেউ সুন্দরবন থেকে কাট কেটে জিবীকা নির্বাহ করে।কিন্তু এতে ব্যাহত হচ্ছে।কিছু জলদস্যুদের কারণে গরিব-দুঃখীরা ঠিকমতো সুন্দরবনের যেতেও পারছে না।তাদের জীবিকা নির্বাহ করতে পারছে না।এর জন্য দায়ী সে জলদস্যুরা।আমরা চাই অবিলম্বে জলদস্যুদের পাকড়াও করা হোক এবং তাদের নির্মূল করা হোক।যাতে করে আমাদের ঐতিহ্য সুন্দরবন ঠিক থাকে আর গরিব দুঃখী রা তাদের অন্ন-বস্ত্রও ঠিকমত জোগাড় করতে পারে।

Sort:  

সুন্দরবন বাংলাদেশের একটি গর্ব ভাই।

হুম কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র সেটা ধিরে ধিরে ধ্বংস করে ফেলছে।

Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by mahmudsk from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, theprophet0, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.

If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.

Thanks for this upvote.....

Congratulations! your post has benn selected to present on #weekly-curationlounge on Steem Tuner voice. Must attend this show at 10pm to participate this contest.

Thank you, sir, I'll definitely be there.

Very informative post..

Thanks......apnader jonnoi amar ei lekha...

great but which languge you use I can not understand

No problem.....use this application....and translate your language..
Source

very well written @mahmudsk best of luck. just a little introduction and conclusion and it will be great.

Thanks apu.......doa koiren jeno next time aro valo korte pari....

Congratulations for being 2nd on curation lounge.

Thanks Sir.......apnara sathe thakle hoyto aro valo korbo....