Story

in #story6 years ago

 এক ব্যক্তি তার প্রতিবেশীর খোঁজ নিতে সেই বাসায় গেলেন। প্রতিবেশী তাকে এক কাপ চা খেতে দিলেন। লোকটি চায়ে চুমুক দিয়ে টের পেলেন যে, চায়ে চিনি দেয়া হয়নি। তিনি ভাবলেন, চিনি হয়তো ঠিক ভাবে মেশেনি তাই চামচ দিয়ে অনেকক্ষন নাড়লেন কিন্তু চায়ের স্বাদ তেমনই রইলো।
প্রতিবেশী এটা খেয়াল করে তাকে বললেন "আমিতো চায়ে চিনিই দেইনি, আপনি যতই নাড়ুন চা তো মিষ্টি হবেনা"দুনিয়ার জীবনটাও ওই চিনি বিহীন চায়ের মত। যেখানে সৃষ্টিকর্তা সয়ং বলে দিয়েছেন দুনিয়ায় তিনি আসলে কোনো সুখ,আনন্দ রাখেননি।কিন্তু তবুও আমরা সেই চায়ের কাপ নাড়ানোর মত বৃথা এই সুখহীন দুনিয়ার পিছে ছুটে বেড়াই। আসলেই কি এই ছুটে বেড়ানোতে কোনো লাভ আছে?

#নোট_: দুনিয়ায় একমাত্র সুখই আল্লাহ সুবহানাতায়ালার স্মরনে, তার আলোচনায়, আর তার কাছে আত্মসমর্পণে। কিন্তু আমরা ক'জন সেটা মনে রাখি?

Sort:  

Well said. Agree with you.

100% true. Bless Allah