$ steemit lover group A - মুখে যা বলবেন তাই লিখা উঠবে

in #technogy7 years ago

হ্যালো বন্ধুরা সকলে কেমন আছ আশা করি ভালো আছ। আমি ফয়সাল আছি আপনাদের সাথে নতুন নতুন এন্ড্রয়েড টিপস শেয়ার করার জন্য। আজকের আমার বিষয় হচ্ছে যে আপনারা মুখে যা বলবেন তা লিখা হয়ে যাবে। সাধারণত অনেক সময় আমাদের বন্ধুদের সাথে গল্প করে থাকি অনেক সময় মেসেজ করতে করতে হাঁপিয়ে👅 ওঠে অনেকে অনেকে লিখতে অনেকে লিখতে অনেক দেরি করে। তাদের জন্য খুব সুন্দর একটা সফটওয়্যার যেটা দিয়ে সে মুহুর্তের মধ্যে যা বলবে সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি এই সফটওয়্যারটা চালানোর জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে বাংলা মুখে বলে লিখতে পারবেন না। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
For Video Tutorial Click Here

প্রথমে আপনাদের একটি সফটওয়্যার ডাউন লোড করা লাগবে সেটা হচ্ছে Google। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন
সফটওয়্যার টি ডাউনলোড করার পরে ভেতরে প্রবেশ করুন এরপর দেখবেন না এই তিনটা দাগ দেখা যাচ্ছে ওটাতে ক্লিক করুন

। তারপর সেটিংস এ যান।

তারপর দেখতে পারবেন নিচে ভয়েজ লেখা আছে।

তারপর প্রথমে কিন্তু একটা অপশন দেয়া হচ্ছে সেটা হচ্ছে language।

ল্যাংগুয়েজটা ভিতরে প্রবেশ করে বাংলাদেশ নামে একটা অপশন পাওয়া যাবে তারপর এই অপসনটার উপরে tab করে সে সময় ধরে রাখুন ক্লিক করলেই কিন্তু হবে না আপনাকে অবশ্যই tab করে রেখে দিতে হবে।

তারপর নিচের দিকে দেখতে পারবেন সে অপশনটা আছে ক্লিক করুন।

এইবার আপনাদের আরও একটি সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। download link ta ami নিচে দিয়ে দিচ্ছি এখান থেকে ডাউনলোড করে নেবেন।Click Here আপনাদের এই কিবোর্ড ডাউনলোড করা হলে জাস্ট ওপেন করুন। tarpor সামনে যতগুলো পারমিশন আছে সবগুলো দিয়ে ডান ক্লিক করুন। তারপর নিচে দেখতে পারবেন voice typing এখানে ক্লিক করুন

language bangla বাংলাদেশ অপসনটি দেওয়া আছে কিনা।
যদি দেয়া থাকে তাহলে আপনাদের কিছু করতে হবে না তার পেছনে চলে আসন। এরপর উপরে দেখতে পারবেন language-এ ক্লিক করে ভেতরে bangladesh সিলেক্ট করুন।

এরপর আর কিছু করতে হবে না। তারপর দেখতে পাবেন আপনি আপনার কিবোর্ডটি বাংলা হয়ে গেছে তারপর আপনি মুখে যা বলবেন তাই লিখবে।

Sort:  

Congratulations @foysal411! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!

Congratulations @foysal411! You have received a personal award!

1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.

Do not miss the last post from @steemitboard:

Introducing SteemitBoard Ranking

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

Congratulations @foysal411! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 2 years!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!