Mex Cleaner app review

in #technology6 years ago

20190819_123606.jpg

Image source

বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি দারুন অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব। যে অ্যাপটির মাধ্যমে আপনারা আপনার ফোনকে ক্লিন রাখতে পারবেন, ভাইরাসমুক্ত রাখতে পারবেন। আপনার ফোন আপনার কাছে অনেক মূল্যবান। ফোনের মধ্যে যদি ভাইরাস থাকে তাহলে আপনার ফোনটা হ্যাং করবে, সহজেই নষ্ট হতে থাকবে, ঠিক মত কাজ করবে না।
আপনি যদি এই অ্যাপটি আপনার ফোনে রাখেন তাহলে আপনার ফোন ভাইরাস মুক্ত থাকবে। আপনার ফোন কে আপনি এন্টিভাইরাস দিয়ে রাখতে পারবেন। এই অ্যাপ টি দিয়ে আপনি আপনার রেম কে ক্লিন করে রাখতে পারবেন। আপনার রেম যত ক্লিন থাকবে, যত স্পেস থাকবে ততো আপনার ফোনের স্পিড বাড়বে, ইন্টারনেট স্পিড বাড়বে।

তা ছাড়া বন্ধুরা এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যাপ গুলো কে লক করে রাখতে পারবেন। প্রাইভেসিতে রাখতে পারবেন।

আশা করি বন্ধুরা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা অ্যাপটি ব্যবহার করতে চান Image sourceএ ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

ধন্যবাদ।

সবাই ভাল থাকবেন।

Sort:  

great post

Thank you do much

Sneaky-Ninja-Throwing-Coin 125px.jpg
Defended (33.33%)
Summoned by @wasif33
Sneaky Ninja supports @youarehope and @tarc with a percentage of all bids.
Everything You Need To Know About Sneaky Ninja


woosh