টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কা কতটুকু?

in #tika3 years ago

image.png

সব ধরনের টিকারই কিছু না কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি নভেল করোনাভাইরাসের যে টিকা দেওয়া হবে, সেটিও ব্যতিক্রম নয়।

তবে ‘কোভিশিল্ড’ নামের এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের সময় যতটুকু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, তা নিয়ে আতঙ্ক বা অস্বস্তির কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বলেছে, পরীক্ষামূলক প্রয়োগে তাদের এই টিকা গড়ে ৭০ দশমিক ৪২ শতাংশ মানুষের ক্ষেত্রে করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পেরেছে।

বাংলাদেশ কিনেছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সেরাম ইনস্টিটিউট বিশ্বে টিকার সবচেয়ে বড় উৎপাদক প্রতিষ্ঠান।

কোভিশিল্ড টিকার সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সেরাম ইনস্টিটিউটের ওয়েবসাইটে বলা হয়েছে, এ টিকা নেওয়ার পর হালকা গা ব্যথা, শরীর গরম, লালচে হয়ে যাওয়া, চুলকানি, টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া, সেখানে ক্ষত হওয়া, অসুস্থ-ক্লান্ত বোধ করা, ঠাণ্ডা বা জ্বর জ্বর লাগা, মাথা ব্যথা, বমি ভাব, জ্বর, ফ্লুর উপসর্গ- ইত্যাদি দেখা দিতে পারে কারও কারও ক্ষেত্রে।

Sort:  

Congratulations @ajib! You received a personal badge!

Happy Hive Birthday! You are on the Hive blockchain for 1 year!

You can view your badges on your board and compare yourself to others in the Ranking