হায় মুগিব..

in #travel7 years ago

রাজপথের ইট-পাটকেলের টুকরাকে আমি সাক্ষী করেছি।
গণভবনের কংক্রিটকে করেছি,বঙ্গভবনেরর ছাদকে করেছি,পার্লামেন্টের ৩৫০ চেয়ারকে করেছি,কেন্দ্রীয় কারাগারকের লোহার কপাটগুলোকেও করেছি।সুপ্রিমকোর্টের ভিতগুলোকেও বাদ রাখিনি।
আজ ওরা হতাশ...!#oq ওদের কংক্রিটের ঢালাই ভেদ করে আজ ন্যায়বিচারের আকুল কান্না শোনা যাচ্ছে।কে যেন ন্যায়বিচারকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পিটাচ্ছে।ন্যায়পরায়ণ শাসনের রিমান্ড মঞ্জুর হয়েছে।তার সেল থেকে আসছে বিভৎস আর্তচিৎকার।সার্বভৌমত্বের কান্না থেমে গেছে।সে পাথর হয়ে আছে।
আর জেলখানা?জেলখানা আজ পবিত্র হয়েছে একঝাঁক পূণ্যাত্বার পায়ের ধূলির স্পর্শে।ফাঁসিকাষ্ঠের রশি গর্বিত হয়েছে,তার বুকে কোন পূণ্যাত্বা শহীদ হয়েছে।সারাজীবন পাপিষ্ঠ ফাঁসি দিয়ে সে ক্লান্ত হয়ে গিয়েছিলো কি না...!
আমার সাক্ষীরা আজ নীরবে অশ্রু ফেলছে।কাল তারা সাক্ষী দেবে।
রাজপথের ইট-পাটকেলের জবান খুলে যাবে।তারা বলতে থাকবে আমি রক্তাক্ত,আমাকে গোসল করাও।
গণভবনের কংক্রিটগুলো লজ্জায় মাথা নামিয়ে ফেলবে।বঙ্গভবনের ছাদ মাটিতে মিশে যেতে চাইবে।পার্লামেন্টের ৩৫০ টি চেয়ার অঝোরে কান্না করে দেবে।
আর সুপ্রিম কোর্টের ভীত লজ্জায় খসে পড়ে যেতে চাইবে।কিন্তু কেউই পারবে না।
ভবনগুলো টিকে থাকবে যুগের পর যুগ,
কিন্তু আজ যারা দৌড়াত্ব্য চালাচ্ছে,তারা কাল কারগারকে কলুষিত করলেও করতে পারে।ফাঁসিকাষ্ঠের রশিও তাদের ঝুলাতে অস্বীকার করতে পারে।
বলা তো যায় না...!সময় কি কাউকে ছাড় দেয়?

Sort:  

really it is creative work...

Congratulations @jobayer7! You have received a personal award!

1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.

Do not miss the last post from @steemitboard:

Introducing SteemitBoard Ranking

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

Congratulations @jobayer7! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 2 years!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!