ই-ওয়ালেট সেবা বিশ্বের উন্নত দেশগুলোতে বেশ জনপ্রিয়। বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান আইপের মাধ্যমে দেশেও এ সেবাটি বেশ জনপ্রিয় হবে বলে আশা করছেন অনেকে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আইসিটি এক্সপো ২০১৭ এর দ্বিতীয় দিন ১৯ অক্টোবর বৃহস্পতিবার আইপে স্টলে আসা বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থীরা এমনটা জানিয়েছেন। মেলার প্রথম দিনের মতো এ দিনও বহু মানুষ অাইপে অ্যাকাউন্ট খুলেছেন।
আইপে ঝামেলামুক্ত বলেই এখানে অ্যাকাউন্ট খুলেছেন মেলায় আসা একজন দর্শনার্থী আরিফ। মেলায় অংশ নেওয়া আইপে’র স্টলের সামনে কথা হচ্ছিল তার সঙ্গে।
তিনি বলেন, আইপের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে মনে হয়েছে এটি আমার জন্য অনেক সুবিধার হবে। কারণ মাসের বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে হয় আমার। এ ক্ষেত্রে শুধু আইপে দিয়েই আমি বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারব।
বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে মেলায় ঘুরতে এসেছিলেন শিক্ষার্থী মিলন। এসেই আইপেতে অ্যাকাউন্ট খুলেছেন তিনি।
কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এখন আমি একটি ই-ওয়ালেটের মালিক। আমি আমার বাবাকেও একটি অ্যাকাউন্ট খুলে দেব। এতে আমার বাবা আমাকে বা বড় ভাইয়াকে সহজেই টাকা পাঠাতে পারবেন।
বাংলাদেশে আইপের মাধ্যমে ই-ওয়ালেট বিষয়টি জনপ্রিয় হবে বলে তিনিও আশা প্রকাশ করেন।
দ্বিতীয় দিনে আইপের প্রতি মানুষের আগ্রহ কেমন? এমন প্রশ্নের উত্তরে স্টলে থাকা প্রতিষ্ঠানটির মেম্বার কেয়ায়ার অ্যাসিস্টেন্ট ফজলে রাব্বি বলেন, প্রথমদিনের তুলনায় সাড়া পেয়েছি অনেক বেশি।
তিনি আরও জানান, দুই দিনে দেড়শ’র বেশি গ্রাহক স্টলে এসে আইপেতে সাইন আপ করেছেন।
অধিকাংশ মানুষই একাধিক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সহজলভ্যতার কারণে আইপের প্রতি আগ্রহী হচ্ছেন বলেও জানান তিনি।
hmmmmm
Thanks for ur comment
hmm
it's a good news for us
Thanks for ur comment
oh good news