অদ্ভুত জীবনের গল্পঃ
আমাদের সমাজে এমন অনেক চিত্র দেখা যাই ,লোভের কারনে মানুষ অনেক কিছুই করতে পারে ।
অনেক দিন পরে আজ কিছু লিখতে ইচ্ছা করতেছে । তাই লোভ নিয়া আজ আপনাদের এক নতুন গল্প শোনাব , এক ধনি বাক্তি বলেছিল যে কাল সকাল থেকে শুরু করে সন্ধ্যার আগ পজন্থ যত টুকু জমি হেটে আবার প্রথম জাইগাই ফিরে আসতে পারবে এই জমি সব তাকে দেওয়া হবে । এই কথা শোনার পর এক বাক্তি খুব সকাল থেকে হাঁটা শুরু করল এবং দুপুর ও হাঁটল এর পর সে একটু কালান্ত হইয়া গেছিল তারপরও সে হাটতেছিল । এর পর তার মনে হল আবার প্রথম জাইগাই তাকে ফিরে যেতে হবে না হলে সে অই জামি পাবে না । এর পর সে দৌড়ানো শুরু করল ,যদিও সে অনেক কালান্ত ছিল , শেষ পজন্থ সে খুব কষ্ট করে প্রথম জাইগাই যেতে পারছিল । কিন্তু প্রথম জাইগাই যাওয়ার পর সে মারা গেল , যদিও সে অনেক জমি পাইছিল কিন্তু এই জমি দিয়া কি করবে এখন সে । সুতরাং বোঝা যাই লোভ মানুষকে মিত্যু পজন্থ নিয়া যাই।
অন্য এক লোভী বাক্তির গল্পঃ
এক গরিব বাক্তি রিকসা চালাইত । এবং দিন আনে দিন খাই এই অবস্থা । একদিন সে একরাতে রিকসা চালাইতে চালাইতে রাস্তাই একটা ব্যাগ পেল এবং এই ব্যাগে অনেক টাকা ছিল । এই টাকা গুলো পাইয়া সে অনেক খুসি সে তাড়াতাড়ি করে বাসায় ফিরে গেল । এবং ভাবতে শুরু করল এত টাকা দিয়া সে কি করবে । সে এত টাকা এর আগে কখনও দেখিনি । সে টাকা গুলো কোথাই রাখবে কি করবে কিছুই বুজতে পারছিল না । এই ভাবে ভাবতে ভাবতে তার রাতে ঘুম হল না । সে এখন শুধু ভাবতে থাকে । এত গুলো টাকা পাওার পর তার খাওয়া বন্ধ হইয়া গেছে । সে মরার অবাস্তাই পরিণত হইয়া গেছে। শেষ পজন্থ সে মিত্যু বরন করে। সুতরাং টাকা মানুষকে সুখি করে না । মিত্যু তেও পরিনত করে তোলে ।
এর থেকে রক্ষার উপাইঃ
- সম্পদ পাওয়ার আগে ভাবতে হবে , অই সম্পদ আমার কাজে আসবে কিনা ।
- সম্পদ পওয়ার পর সুখি হব কিনা।
- সম্পদ এর জন্য কোন ক্ষতি হবে কিনা।
- সম্পদ এর জন্য আমার জীবন হুমকির মুখে যাবে কি না।
যদি কোন বাক্তি এই গুলো ভাবে ,আসা করি মানুষ সঠিক পথে চলতে পারবে ।
আমার পোস্ট ভাল লাগলে কমেন্ট করে জানাবেন । সবাই সুস্ত ও ভাল থাকবেন । সবার সুস্ত কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ ।
ভাইয়া আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা টাকা নেসায় তার সব কিছুই করতে পারে।
আমি তাদের ঘৃণা করি।
onek dhonobad vai
You got a 16.66% upvote from @postpromoter courtesy of @mrsadman!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
This post has received a 18.86 % upvote from @boomerang.
thanks @mrsadman vai apnr socetonota mulok post tir jonno ..vai apni parben steemit er maddhom e manus k soceton kore tulte vai..sob somoy apnar sathe aci vai..r amder sathe jodi apni thaken onk valo lagbo vai..