Just smile /শুধু হাসি চলবে

in #dlive6 years ago

Thumbnail

Śudhu hāsi calabē

আমির হাসে ক্ষনিক হাসি
স্বার্থ পূরনে,
হাসে ফকির সদা তুষ্ট হাসি
তুচ্ছ কারনে।

দুষ্ট লোক হাসেযে সদাই
কষ্ট কেহ পেলে,
খুশির হাসিতো হাসে শিষ্ট
দুঃক্ষ চলে গেলে।

ঠকিয়ে হাসে ঠকবাজরা
পেলে বাগে বোকায়,
সুখের হাসি হাঁসতে সাধু
জটলা না পাকায়।

চাটুকরেরা হাসতে থাকে
চটুল বাক্য শুনে,
সাধাসিধে লোকটি হাসে
সুখের দিন গুনে।

রকবাজেরা হাসতে থাকে
নিয়ে আজব গল্প,
ব্যস্ত থাকে শ্রমিক লোকেরা
চলন হাসি অল্প।

নকল হাসে অভিনেতা সদা
ক্যামেরার সন্মুখে,
হাসে দর্শকেরা দিয়ে তালি
হর্ষ করে মুখে।

রুগীর চাপে গরব হাসি
হাসে কবিরাজ,
ধর্মে-কর্মে দিয়ে ফাকি
হাসে ফাকিবাজ।

দাতা হাসে চপল হাসি
দীনে দিয়ে দান,
জটিল হাসি হাসে কৃপন
দেখিয়ে দুখের ভান।

তেল লাগানো হাসে মন্ত্রী
জনগনের পাশে,
বুক বাঁধে লোক স্তোত্র শুনে
আবেগ হাসি হাসে।

My video is at DLive

Sort:  

Hello yabdullah,

@SteemEngineTeam would like to take the time to thank you for

signing up / https://steemengine.net/join
and participating in our community. Your contributions and support are important to us and we hope you will continue to use our platform.

We plan to give back to our community members, so have an upvote on us!

Thank you.