My favourite book

in #education6 years ago

প্রতিদিন পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের খবর। চলন্ত মাইক্রোবাসে তরুণীকে গণধর্ষণের বীভৎসতা, টিএসসিতে ঘটে যাওয়া আইয়ামে-জাহেলিয়াত যুগের নারকীয় ঘটনা, তারও আগের বই মেলাতে ঘটে যাওয়া একই ঘটনা, পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে মেরে ফেলা- এসব দেখতে দেখতে আমরা ক্লান্ত। তাই এই বইটিকে বলা যায়- একজন লেখকের দৃষ্টিকোণ থেকে সকল অন্যায়-অনাচার-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর প্রচেষ্টার প্রতিরূপ।

image

সম্পূর্ণ দেশি পটভূমিতে একটা ফাস্ট পেইসড সাইকোলজিক্যাল থ্রিলার- মহাযাত্রা। রিয়াজ ভাইকে ধন্যবাদ মেলার এই শেষ সময়ে এসেও বইটি প্রকাশ করতে আগ্রহী হয়েছেন বলে। আর ছোটভাই রাকিনকে ধন্যবাদ একেবারে মনের মতো প্রচ্ছদের জন্য। কাহিনী সংক্ষেপ, পৃষ্ঠা সংখ্যা ও মূল্য জানিয়ে দিবো আগামী কাল।
আসছে ২১শে ফেব্রুয়ারি...
রোদেলা প্রকাশনী থেকে...

follow @fahad44

Sort:  

Hello! I find your post valuable for the wafrica community! Thanks for the great post! @wafrica is now following you! ALWAYs follow @wafrica and use the wafrica tag!

Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!