Surely there are signs in the Islamic way of life for thinkers, who rarely want to think about it !

in Hive Bangladesh3 years ago

The death toll in India is on the rise. It has become difficult to provide firewood for cremation. A temporary crematorium has been opened for quick cremation. It takes a long time to cremate a corpse. Sometimes seven to eight hours. The temperature in Delhi is already high. On top of that, if hundreds of cheetahs are burning for 24 hours, it is easy to guess how much heat is being felt there.

[ভারতে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। মৃতদেহ পোড়াতে লাকড়ির যোগান দেয়া কঠিন হয়ে গিয়েছে। দ্রুত পোড়ানোর জন্য অস্থায়ী শ্মশান খোলা হয়েছে।একটা মৃতদেহ পোড়াতে প্রচুর সময় লাগে। কখনও কখনও সাত আট ঘন্টা। দিল্লীতে তাপমাত্রা এমনিই বেশি। তারউপর চব্বিশঘন্টা যদি শত শত চিতা জ্বলতে থাকে সহজেই অনুমেয় কি পরিমান গরম সেখানে অনুভুত হচ্ছে।]

IMG_20190302_003800.jpg

Anyway, a few days ago it was said on a TV channel, it makes more sense to burn a corpse in Corona !! Today I am wondering, if in the heat of this 41degree selcius temperature feeling, we had to cut down trees for about 24 hours and dry thousands of sticks to give the feeling of burning hundreds of loved ones to the last farewell, is it really reasonable !!! Isn't it more peaceful to give soil !!!

[যাই হোক, কিছুদিন আগে একটি টিভি চ্যানেলে বলা হয়েছিল, করোনায় শব পুড়িয়ে ফেলা বেশি যুক্তিসম্মত!! আজ ভাবছি, যদি সত্যিই এই ৪১° তাপমাত্রা অনুভূতির গরমে প্রায় ২৪ ঘন্টা গাছ কেটে হাজারো লাকড়ি শুকিয়ে এভাবে শত শত প্রিয়জনকে শেষ বিদায়ে অঙ্গার হওয়ার অনুভুতি দিতে হত, এটা কি সত্যিই যুক্তিযুক্ত!!! এর চেয়ে মাটি দেয়াটা কি প্রশান্তময় নয়!!!]

IMG20210314151756 - Copy.jpg

As the Islamic way of life is the most modern, the controller of sustainable development can be found here at any moment. The fact that burial in an Islamic way is the most environmentally friendly provision can be found with a little thought. There is no provision for cutting down thousands of trees to make firewood or coffins to harm the environment, there is no provision for burning dead bodies and releasing harmful gases into the atmosphere, there is no provision for paved graves so that hundreds can be buried in one soil,
There is no brutal rule like burning the last moment of a loved one to charcoal.
I keep my loved one in flames for the rest of my life,
Is it really logical to put that same loved one in the fire after death !!

[ইসলামি জীবন বিধান সর্বাধুনিক বলেই সাসটেইনেবল ডেভেলেপমেন্টের নিয়ামক এখানে প্রতিমুহূর্তে খুঁজে পাওয়া যায়। ইসলামসম্মত উপায়ে কবর দেয়াটা যে পরিবেশের সাথে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ বিধান, তা একটু চিন্তা করলেই পাওয়া যায়। এখানে হাজার হাজার গাছ কেটে লাকড়ি বা কফিন বানিয়ে পরিবেশের জন্য ক্ষতি করার কোন বিধান নেই, এখানে মৃতকে পুড়িয়ে ক্ষতিকর গ্যাস বায়ুমন্ডলে ছড়িয়ে দেয়ার কোন বিধান নেই, এখানে পাকা কবরের কোন বিধান নেই যেন এক মাটিতেই শতজনকে দাফন করা যায়, এখানে প্রিয়জনের শেষ মুহুর্তটুকু পুড়িয়ে অঙ্গার করে দেয়ার মতো পাশবিক কোন নিয়ম নেই। যে প্রিয়জনকে আগুনের আঁচ লাগবে বলে সারাজীবন আগলে রাখি, সেই একই প্রিয়জনকে মৃত্যুর পর আগুনের উনুনে উঠিয়ে দেয়াটা কি সত্যিই যৌক্তিক!!]

123528091_816241999177147_6430440603439613231_n11.jpg

The tomb is a peaceful, final farewell, where the loved one is laid to rest in a white shroud with perfume on the ground in absolute compassion.
Where is that peace on the oven or in the stuffed box !!!

However, nature is so hostile, heated, providing millions of people with firewood means cutting down trees, lack of oxygen, what people know today, the gas produced by cremation burns the environment, this last farewell in time has lined up the dead at the cemetery.

[কবর হল প্রশান্তময় সে শেষ বিদায় যেখানে পরম মমতায় মাটির কোলে প্রিয়জনকে শুভ্র কাফনে সুগন্ধী মাখিয়ে চিরনিদ্রায় শায়িত করা হয়। সে প্রশান্তি উনুনের উপর বা দমবদ্ধ বাক্সে কোথায়!!!]

যাই হোক, প্রকৃতি এমনিই বিরূপ, উত্তপ্ত হয়ে রয়েছে, সেখানে লাখো মানুষের লাকড়ির যোগান দেয়া মানেই গাছ কর্তন, অক্সিজেনের অভাব কি জিনিস মানুষ আজ জানে, মৃতদেহ পোড়ানোয় উৎপন্ন গ্যাস পরিবেশের ক্ষতিই করে, সময়সাপেক্ষ এ শেষ বিদায় মৃতকে সমাধিস্থলেও লাইনে দাড় করিয়ে দিয়েছে।

IMG20210317180502.jpg

Surely there are signs in the Islamic way of life for thinkers, who rarely want to think about it ...
[নিশ্চই চিন্তাশীলদের জন্য ইসলামি জীবন বিধানে নিদর্শণ আছে, খুব কমই তা ভেবে দেখতে চায়..]