Focus Fully on the Goal || Whatever you Want

in Hive Bangladesh3 years ago (edited)

▶️ Watch on 3Speak


বন্ধুরা, আজ হয়তো আমি খুব সাধারন একটি বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু সাধারণ হলেও আমাদের জীবনের লক্ষ্যে পৌছানোর জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কারন আপনি যদি আপনার মূল্য লক্ষ্যকে ফোকাস করতে ব্যর্থ হন, তবে আপনার অর্জন কিছুই হবে না।

Friends, today I may have discussed a very simple subject. But in general, it is very important to reach the goal of our life I believe. Because if you fail to focus on your price target, your achievement will be nothing.

পারিপার্শ্বিক অবস্থা কিংবা প্রতিকূল পরিবেশ হয়তো আমাদের নানাভাবে ভিন্নমুখি করার চেষ্টা করবে, কিন্তু যে কোন ভাবেই আমাদের আমাদের চেষ্টা থাকবে মূল লক্ষ্যকে ফোকাস করা। আমরা যাই করি, আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না।

Surrounding conditions or hostile environments may try to divert us in many ways, but either way we will try to focus on the main goal. Whatever we do, we cannot deviate from our goal.

আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে।

I hope you like the video.
@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

hive cover final.jpg


▶️ 3Speak

Sort:  

অনেকের সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।জীবনের যেকোনো পর্যায়ে মূল বিষয় প্রকাশ না করলে সে বিষয়ে কখনো সফলতা বয়ে আনেনা বরং ব্যর্থতাই বয়ে আনে। লক্ষ্য থেকে সরে যাওয়া মানে সফলতা থেকে দূরে সরে যাওয়া। অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই বিষয়টি বুঝতে পারার জন্য।
আসলে পরিস্থিতি হয়তো আমাদের সঠিকভাবে কাজ করার সুযোগ দিবে না, কিন্তু আমাদের প্রচেষ্টা এবং আগ্রহ ঠিক থাকলে সব কিছুই সম্ভব।

আপনার বক্তব্য সাথে আমি পুরোপুরি একমত! যেকোনো কাজের সময় আমাদের লক্ষ্য কখনও পরিবর্তন হবে না যদি কোনো বাধা আসে আমি তার রাস্তা চেঞ্জ করবো লক্ষ্য নয়! ধন্যবাদ আপনাকে

সহমত পোষন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপু।
লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া মানে নিজের অবস্থান পরিবর্তন করা এবং প্রচেষ্টাগুলোকে ব্যর্থ করে দেয়া।

জীবনের বাস্তব কথাগুলো তুলে ধরেছেন ভাই, আমরা যদি লক্ষ কিংবা টার্গেটের প্রতি পূর্ণ ফোকাস না করতে পারি, তাহলে আমরা কখনও লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারবো না।তখন পারিপার্শ্বিক অবস্থা আমাদের দিকে থাকবে না। আপনি আরও গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। আশা করি এই কথাগুলো সকলেরই কাজে লাগবে এবং এই কথাগুলো থেকে অনেক কিছু আমাদের শেখার আছে।

ভাই প্রতিকুল পরিবেশে নিজেকে ধরে রাখতে পারাটাই বড় সার্থকতা, এটা সবাই বুঝতে চায় না। কারন অনুকূল পরিবেশে যে কেউ বিজয়ী হতে পারে কিন্তু প্রতিকুল পরিবেশে তা সবাই পারে না।
ধন্যবাদ আপনাকে মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি উপস্থাপন করেছেন। আসলে লক্ষ্য ছাড়া কখনই আমাদের সফলতা অর্জন করা সম্ভব না।ঠিক ভাই সফলতা তো আর মামার বাড়ির পিঠা না যে চাইলাম আর পেয়ে যাব অবশ্যই সফলতা ক্ষেত্রে আমাদেরকে সকল প্রতিকূলতা কে মোকাবেলা করে আমাদেরকে সফলতা অর্জন করতে হবে।ভাই আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

হ্যা, তবে আমাদের সকলেরই একটি লক্ষ্য থাকে কিন্তু আমরা বেশীর ভাগ ক্ষেত্রে সেই লক্ষ্যের প্রতি সঠিকভাবে এগিয়ে যেতে সক্ষম হই না। কারন প্রতিকুল পরিবেশে আমাদের ফোকাস ভিন্নমুখি হয়ে যায়, যার কারনে আমরা সঠিক পথে থাকতে পারি না।
ধন্যবাদ ভাই আপনাকে।

onk sundor topics nie kotha bolecen. Ami apnr sathe ekmot.life amra ki krbo tar age ei lokkho sthir rakte hobe. R kono badha aslei sei lokkho tke bichuto howa jabe na.lokkho tke sore aslei life success howar poth off hoie jabe. Amder ei bisoy matay rekhe samoner dike agaie jete hbe.
Thanks eto sundor kotha gula amder majhe share korar jnno.

জ্বী সহমত পোষন করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
তবে হয়তো পরিস্থিতির কারনে পরিকল্পনা পরিবর্তন করা লাগতে পারে, কিন্তু সেখানেও লক্ষ্য ঠিক রাখতে হবে, তবেই কিছুই অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে, অন্যত্থায় না।

Onek sundor ekti kotha sheare korechen aj apni,, jiboner j kono kothin porjaiey nijer mul uddesho obbosoi tule dhorte hobe,,,, mul bisoyer proti jodi purnta na dey tobe life er kono uddesho puron kora jabena,,,so age lokkho thik korte hobe,,, dhonnobad apnake video ta share Korar jonno....

Asepaser poribesh jetai hok na kno aim/focus/lokkho thik na thakle achievement or destiny te pochano easy na. Jkhn ami decision niyechilam migration er tkhn keu e raji chilona, onk kisu korer por ami amr life er aii step nite perechilam so asole jara concentration rakhe aim er dike, tara always e goal er dike reach krte pare...

Thanks for the explanation...

Vai re vai... kivabe korbo seta?
Goal er dikey focus korte gelei onnodikey focus hariye jay.
Goal er dikey focus dhorey rakhatai to koshter mone hocche sekhane full focus kivabe dei?
Tobey sundor advice korechen vai, jodi eta para jay tahole goal keeper r kisu kora parbe na, goal hobei.
Thanks for sharing your thought on this subject.