প্রায় সময় আমি আমাদের গ্রামের বাড়ীর নানা সবজি নিয়ে কিছু ভাগ করে নেয়ার চেষ্টা করেছি। আসলে আমি যতবারই গ্রামের বাড়ীতে যাই, কিছু তাজা সবজি শহরের বাড়ীতে নিয়ে আসি, যেগুলো সম্পূর্ণ কীটনাশকমুক্ত। যার কারনে এগুলোর স্বাদ থাকে কিছুটা ভিন্ন। যদিও শহরে সকল কিছুই পাওয়া যায় কিন্তু সেগুলোর বেশীরভাগই কীটনাশকমুক্ত থাকে না।
তবে শীতকালে বাড়ীর চারপাশে সবজির বাগানগুলো বেশ সতেজ থাকে। এখন যেহেতু শীতকাল শেষ তাই সবজি উৎপন্ন করার সুযোগও কমে গেছে। তবুও আমি এই বার গ্রামের বাড়ীতে যাওয়ার পর কিছু দৃশ্য রেকর্ড করি বর্তমান সবজির গাছগুলোর অবস্থা দেখানোর জন্য। চলুন ভিডিওটি দেখি।
Most of the time I tried to share some of the vegetables from our village house. In fact, every time I go to a village house, I bring some fresh vegetables to the town houses, which are completely pesticide free. Due to which they have a slightly different taste. Although everything is available in the city, most of them are not pesticide free.
However, the vegetable gardens around the house are quite fresh in winter. Now that winter is over, the opportunity to grow vegetables has also decreased. Yet this time after I went to the village house I recorded some scenes to show the condition of the present vegetable trees. Let's watch the video.
Thanks all for watching.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
▶️ 3Speak
গ্রামের দৃশ্য যতই দেখি ততই আমার কাছে ভালো লাগে , আপনার ভিডিওর মাধ্যমে শীতকালীন সবজির বাগান দেখতে পেলাম , কিন্তু এখন শীতকাল শেষ হয়ে যাওয়ার কারণে সীম গাছ গুলো মরে যাচ্ছে , গাছ গুলো শুকিয়ে যাচ্ছে , তবে আপনি এটি খুব ভালো কাজ করেন যে গ্রাম থেকে সবজি নিয়ে আসেন , সত্যি এই সবজি গুলো স্বাদ একটু ভিন্ন রকম হয়ে থাকে , ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।
Eta ashole sotti sobuj sundor gramer drissho sotti upovoggo. Ar fresh vegetables er to tulonai e hoy na.
Onek sundor sobji gach,,,amar kache taja sobji khubi valo lage,,ami kina theke gacher sibji besi pochondo kori,,vaiya gach tou sukhai jacche,,sitkalin sobgi jhawar time ses,,r valo lagbena kono sobji,,onek valo lagche video ti,,, sheare korar jonno dhonnobad....
ভাইয়া আমি আপনাকে HIVETORCH পাঠিয়েছি । আপনি আবার ১ হাইভ যোগ করে আপনার পরিচিত কাউলে একই ভাবে পাঠিয়ে দেন ।
Oi mia jigges na kore keno disen?
গ্রামে থাকার মজাই এটা যে সতেজ শাকসবজি খাওয়া যায়। আপনাদের বাগানে তো তাহলে অনেক সবজি চাষ করা হয়েছে। তবে এগুলো বিশেষ করে সিম এখন নাই বললেই চলে। তবে মরিচ গাছ টা আমার বেশ ভাল লেগেছে। বাড়িতেও এমন একটা মরিচ গাছ ছিল যেটা উপরের দিকে থাকতো।
Sotti vai grame thakar ashol moja ekhane. Tai to pray chole asi suti pele.
ভাইয়া গ্রামের বেশিরভাগ বাড়িতে এমন বাড়ির পাশের ফাঁকা জায়গায় সবজি লাগায় আম্মুরা। আর এই সবজি গুলো খেতেও অনেক ভালো লাগে কারণ এগুলোতে রাসায়নিক কোন উপাদান দেয়া হয় না। ভাইয়া আপনার আম্মু ও দেখলাম অনেক রকমের সবজি চাষ করেছে বাসার পাশের খালি জায়গাতে।বেশিরভাগ সব সবজি তো বাসায় আছে আপনাদের বাজার থেকে কেনা দরকার হয় না মনে হয় বেশি একটা হাহাহা। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার সবজি বাগান টি। ধন্যবাদ আপনাকে।
Ji eta sotto kotha, bishesh kore amader Bangladesh e beshi kore.
Thanks for watching.
Khub sundor vai, amr jnno kisu pathai den, aikhane onk kisu paoya jai but expensive onk. Summer e sosta sobji available but winter e j daam bap re...