ভাইয়া গ্রামের বেশিরভাগ বাড়িতে এমন বাড়ির পাশের ফাঁকা জায়গায় সবজি লাগায় আম্মুরা। আর এই সবজি গুলো খেতেও অনেক ভালো লাগে কারণ এগুলোতে রাসায়নিক কোন উপাদান দেয়া হয় না। ভাইয়া আপনার আম্মু ও দেখলাম অনেক রকমের সবজি চাষ করেছে বাসার পাশের খালি জায়গাতে।বেশিরভাগ সব সবজি তো বাসায় আছে আপনাদের বাজার থেকে কেনা দরকার হয় না মনে হয় বেশি একটা হাহাহা। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার সবজি বাগান টি। ধন্যবাদ আপনাকে।
You are viewing a single comment's thread from:
Ji eta sotto kotha, bishesh kore amader Bangladesh e beshi kore.
Thanks for watching.