Easy method of planting paddy by farmers and its quality/চাষীদের ধান রোপনের সহজ পদ্ধতি ও এর গুণগতমান।[English-Bangla]

in OCD2 years ago

Hello friends,
Assalamu Alaikum, I hope everyone is well, by the infinite mercy of Allah Ta'ala, your prayers, Alhamdulillah, I am also well. Friends, today I came up with a new blog among you.

farmer-gc0d6e572d_1920.jpgsource

Friends, I will share with you the topic of how to cultivate paddy in this blog. I hope you like my article. So let's share some things with you friends.

water-buffaloes-g908fa1d35_1920.jpgsource

In order to cultivate paddy, first we have to select a plot of land. In our village language it is called leaf opening. We have to cultivate it and leave the shoulder for three to four days so that the soil reaches it. We can use urea sulphate and potash fertilizer to decompose the mud. I'll take it.

agriculture-gbf363f44d_1920.jpgsource

After making the leaves open, I will teach the paddy on the opening of the leaves, but friends, we will soak the paddy in the house for one day, after soaking, we will pick it up again, we will pick it up and wake up the paddy. I will take the basket and spread banana leaves or kachu leaves under the basket and then close the mouth of the basket well so that no light and air can get inside it. I will take care that one rice does not rise on top of the other.

rice-field-g8ebc52e75_1920.jpg

Friends, let's see how we can re-sow the paddy leaves in a certain land. We don't know what it is. Before sowing rice seedlings, we have to fix a certain land. Then we will sow rice seedlings on that land.

rice-field-g59571ab6c_1920.jpg

After sowing the rice seedlings, I will keep one to one and half inch amount of water tied in the soil all the time so that the rice seedlings remain healthy and strong. Then after one to two weeks when the paddy leaves turn green, we will use paddy fertilizer. In one bigha of land we can use 10 kg urea, 5 kg sulphate and Bengal mixed fertilizer 10 kg. Friends need to see if there are weeds in the land. If there are weeds then the weeds should be killed.

rice-g2961bb144_1920.jpg

When the paddy is two months old, care should be taken in the paddy so that we can use pesticides to control the pests and grasshoppers. Grozin and Theovit Syngenta can be used as pesticides.
For three months and ten days, use the same vitamin to thicken the rice seedlings. The name of the vitamin is Virtako. How to use it.

rice-g65eaabc68_1920.jpg

The amount of water in the soil should be kept low and the rice should not be infested with current insects. It is a very harmful insect. We can use Mipsin or Marasal. The quality is very good.

paddy-fields-g9c1a773af_1920.jpg

After 3 months and 20 days, when the paddy turns red and the trees are a little dry, we will cut the paddy and leave it in the field for two to three days, then we will tie it up and tie it upside down. I will bring it home by bullock cart or any other vehicle.

paddy-g364c86ff7_1920.jpg

Friends this was a new blog today. I hope you like this blog post, if you like it, please like and comment. Until today, everyone is well, stay healthy. God bless you.
বাংলা

হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।

বন্ধুরা ব্লগ টি হল ধান কিভাবে চাষ করতে হয় সে বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি।

ধান চাষ করতে হলে প্রথমে আমাদেরকে একটি জমি নির্বাচন করতে হবে এটিকে আমাদের গ্রামের ভাষায় পাতার খোলা বলা হয় এক কাটা পাতার খোলার করতে হলে প্রথমে আমাদেরকে পাতার খোলাতে পানি বেধে রাখতে হবে দুই থেকে তিন ইঞ্চি এরপরে 1 থেকে 2 দিন অতিবাহিত হওয়ার পর ট্রাক্টর অথবা নাঙ্গল দিয়ে ভালো করে চাষ করতে হবে চাষ করে তিন থেকে চার দিন কাধাটা ফেলে রাখতে হবে যাতে করে কাদামাটি টা পৌঁচে যায় কাদা পচানোর জন্য আমরা ব্যবহার করতে পারি ইউরিয়া সালফেট ও পটাশ সার একটা জমির উপরে 2 কেজি ইউরিয়া দেড় কেজি সালফেট ও দেড় কেজি পটাশ দিয়ে পাতার খোলার টাইম বানিয়ে নেব।

পাতার খোলা বানানোর পরে উক্ত পাতার খোলার ওপরে ধান শিখিয়ে দেবো তবে বন্ধুরা ধানটা আমরা বাড়িতে একদিন ভিজিয়ে রাখব ভিজানোর পরে ওটা আবার পুনরায় উঠিয়ে রাখবো উঠিয়ে রেখে ধানটা জাগ দিয়ে দেব বন্ধুরা আপনাদের প্রশ্ন করতে পারেন ধানের যাক তা আমরা কিভাবে দিব ?আমরা প্রথমে একটি বালতি নেব অথবা ঝুড়ি নেব ঝুড়ির নিচে কলার পাতা অথবা কচুর পাতা বিছিয়ে দিবো তারপরে ঝুড়ির মুখটা ভালো করে আটকে দেব যাতে করে কোন আলো-বাতাস তার ভিতরে না যেতে পারে এভাবে এক সপ্তাহ পরে আমরা দেখব ধানের মুখ ফুটে গেছে ধানের মুখ ফুটে যাওয়ার পর আমরা জমিতে ধানটা ভালো করে ছিটিয়ে দেবো খেয়াল রাখব একটি ধানের উপরে যেন আরেকটি না উঠে যায়।

আসুন বন্ধুরা এবার দেখি কিভাবে আমরা ধানের পাতা পুনরায় আবার নির্দিষ্ট জমিতে বপন করব কিভাবে এটা জেনে নেই মূলত ধানের চারা কি বপন করার আগে একটি নির্দিষ্ট জমি আমাদের ঠিক করতে হবে জমিটি ভালো করে চাষ দিয়ে কাদা করে নিতে হবে যাতে করে পারে পায়ের গোড়ালি কাদার ভিতর ঢুকে যায় তারপর আমরা উক্ত জমির উপরে ধানের চারা বপন করব।

ধানের চারাটি বপন করার পর জমিতে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ পানি বেঁধে রাখবো সর্ব সময় যাতে করে ধানের চারা কি সুস্থ থাকে ও সবল থাকে। তারপর এক থেকে দুই সপ্তাহ পরে ধানের পাতা যখন সবুজ হয়ে উঠবেন আমরা তখন ধানের সার ব্যবহার করব এক বিঘা জমিতে 10 কেজি ইউরিয়া 5 কেজি সালফেট ও বেঙ্গল মিশ্র সার ব্যবহার করতে পারি 10 কেজি ‌। বন্ধুরা দেখতে হবে যে জমিতে আগাছা হয়েছে কিনা যদি আগাছা হয়ে থাকে তাহলে আগাছাগুলো মেরে দিতে হবে।

ধানের বয়স যখন দুই মাস হবে তখন খেয়াল রাখতে হবে ধানে যাতে করে মাজরা পোকা ও ফড়িং পোকা ধানের কোন ক্ষতি করতে না পারে তার জন্য আমরা কীটনাশক ব্যবহার করব। কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন গ্রোজিন ও থিয়োভিট সিনজেনটা কোম্পানি ঔষধ ব্যবহার করবেন।
তিন মাস দশ দিন ধানের শের বয়স গাছ মোটা করন করার জন্য একে ভিটামিন ব্যবহার করবেন ভিটামিন এর নামটা হল ভিরতাকো, এটি কিভাবে ব্যবহার করবেন এটি সাধারণত পানির সাথে মিশে স্প্রে করতে হয়।

ধানের গাছ থেকে ধানের শীষ বের হয়ে গেলে জমিতে পানির পরিমাণ কম রাখতে হবে আর খেয়াল রাখতে হবে ধানে যেন কারেন্ট পোকা না লাগে এটি খুবই ক্ষতিকর পোকা এই পোকা থেকে ধান কেশর করার জন্য আমরা ব্যবহার করতে পারি মিপসিন অথবা মারাসাল অবশ্যই সিনজেনটা কোম্পানির ঔষধ ব্যবহার করবেন এ কম্পানি গুণগত মান খুবই ভালো।

তিন মাস 20 দিন পর ধান লাল হয়ে গেলে গাছ গুলো একটু শুকিয়ে আসলে আমরা ধান গুলো কেটে জমিতে দুই থেকে তিন দিন ফেলে রাখবো তারপর ওটি কে ঘোছ করে বেঁধে ফেলবো বাধার সময় ধানের উল্টা দিক করে রাখবো যাতে করে পিছনের অংশ সমানভাবে শুকিয়ে যায় শুকানোর পরে ওটা কে গরুর গাড়ি অথবা যে কোনো যানবাহন দিয়ে বাড়িতে নিয়ে আসব।

বন্ধুরা এই ছিল আজকের একটি নতুন ব্লগ। আশা করি আপনাদের এই ব্লগ লেখাটি সুন্দর লাগবে যদি সুন্দর লাগে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আজকের এই পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।