You are viewing a single comment's thread from:

RE: জয় দিয়ে বিশ্বকাপের শুভসূচনা বাংলাদেশের!!

in BDCommunity2 years ago

প্রথম ম্যাচের এই জয়টি আশা করি বাংলাদেশ টিমের জন্য একটি শুভ সূচনা হিসেবে কাজ করবে৷ তবে, অনেকগুলো জায়গায় আমার মনে হচ্ছে আরো উন্নতি করতে হবে,ওপেনিং সেক্টরটাতে তো অবশ্যই।

লিটন দাসের অফ ফর্ম একটি বড় চিন্তার কারন, তামিম ইকবাল না থাকার কারণে ক্রিজে ধরে খেলে রান তোলার মতো অভিজ্ঞ ক্রিকেটারের অভাব বোঝা যাচ্ছে।

তবে আশা করি সামনের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভাগ্য, পারফরম্যান্স সবকিছু টাইগারদের পক্ষে থাকবে।

সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা।

Sort:  

ওপেনিং বরাবরই বাংলাদেশের একটি বড় সমস্যা। ২০১৫ সালের পর ওপেনিংয়ে তামিম কিছুটা ভালো পারফরম্যান্স করাতে ২/৩ বছর ভালোই রান আসছিলো। কিন্তু সর্বশেষ এক বছর ধরে খুবই বাজে অবস্থা৷ লিটন পাচ ম্যাচে একটাতে রান করে 🙂

ইংল্যান্ডের বিপক্ষে যদি পিচ স্পিন সহায়ক হয়, তাহলে খেলা ভালোই জমবে ; অন্যথায় হার!