ওপেনিং বরাবরই বাংলাদেশের একটি বড় সমস্যা। ২০১৫ সালের পর ওপেনিংয়ে তামিম কিছুটা ভালো পারফরম্যান্স করাতে ২/৩ বছর ভালোই রান আসছিলো। কিন্তু সর্বশেষ এক বছর ধরে খুবই বাজে অবস্থা৷ লিটন পাচ ম্যাচে একটাতে রান করে 🙂
ইংল্যান্ডের বিপক্ষে যদি পিচ স্পিন সহায়ক হয়, তাহলে খেলা ভালোই জমবে ; অন্যথায় হার!