জীবনের পথ ধরে... // (Through The Road Of Life)...

in BDCommunitylast year

জীবনের রাস্তা ধরে হাঁটে সবাই, মানুষের পথচলা অফুরান নিঃশেষ সীমাহীন আর যুগ থেকে যুগান্তরের। কখনো রোদ, তীক্ষ্ণ বর্ষারাতের আঁধার বেলার কুটি কুটি ভয়ের দ্বারস্থ থেকে অপেক্ষার খেলা চলতে থাকে৷ নিয়মের ফাঁকে পাখা জাপটায় সংসারের হাল, কখনো হাসির ফুলঝুরি তো কখনো নির্ঘাত বেদনার রঙে রাঙা জীবন। কারো জন্য সহজ, কারো জন্য কঠিন ; কারো জন্য হিসেবটা দুই পাতার, কারো সাত জীবনের।

বেশ অনেকদিন পর কোনো গল্প লিখতে বসলাম। যাক, সময় তো চলছেই, বেলা ফুরোয় যথারীতি, সূর্য ওঠে সূর্য ডোবে - সবই জীবনের প্রয়োজনে একসাথে, আবার জীবনের শেষে ফুটে উঠে। মাঝখানের লম্বা বিরতির পেছনেও কারন থাকে, তার পেছনেও কোনো অজুহাত। চারপাশের কিছু বন্ধু যারা একটি আসরের প্রধানতর চরিত্র, তারা যখন হারিয়ে যেতে থাকে, তখন আসর তার অস্তিত্ব সংকটে ভোগে - এ নিরুপায়ের ক্ষেত্রেও তেমনটি হয়েছিল। ফলশ্রুতিতে, জোয়ারভরা নদীতে তুমুল ভাটা।

Source

তবে আঁধার কেটে গেলে নতুন সূর্য ওঠে, তা চিরকাল ধরে বিরাজমান থাকবে। নিরাশার সাগর যেখানে পুরো মনপ্রাণকে বিষিয়ে তোলে, সেখানে কোন একদিন আশার ফুলের সঞ্চার হয় যেন দুঃখের দিনগুলো শেষ হতে চলেছে। আজকের গল্পে এমন এক হতভাগার কথা বলবো, যে পৃথিবীতে বিলীন হয়ে গেলে কারো কিছু যায় আসে না, যার দুঃখের ভাগীদার কেউ নয়, সংসারের প্রায় সবকটি উপাদান মুখ ফিরিয়ে নিয়েছে, যেখানে স্বয়ং বিধাতা তার জন্য লিখে রেখেছিল এমন পরিণতি যার প্রতীক্ষা কেউ করতে চাইবে না।

এক বিধবা মায়ের সন্তান হিসেবে চারপাশের পৃথিবীটাকে দেখতে শিখলো অনুপ, যার কাছেপিঠে নেই কোন আপনজন, আত্নীয় স্বজন, পরিজন আর আন্তরিক প্রতিবেশী। সমাজে কারো না কারো সাথে বন্ধন বলে একটা কিছু থাকে, সম্পর্ক বলে এক নিগূঢ় পরিচায়ক থাকে, যার হাত ধরে দুঃখে সুখে, ভালোমন্দে, হাসিতে খুশিতে জীবনের পর্বগুলো একে একে পার হতে থাকে৷ কিন্তু, বিধবা মায়ের কোলে করে তার মানিকটি ছাড়া এ জগতে কেউ নেই, আপনজন যারা ছিল তারা আছে বহুদূরে, একটিবার দেখতেও আসে না, খোঁজ নেয়ার প্রয়োজন বোধ করে না, কেমন আছে - ভালো না মন্দ।

এমন পরিণতির ভূমিকাটি বেশ কিছুকাল পুরনো দিনের বেলায় যখন মাতাটি কুমারী ছিল, ছিল একটি পরিবারের অধীন, চারপাশে মা বাবা, দুটি স্নেহাস্পদ ভাই। একটি সুখী পরিবার, সুন্দর সাবলীল হয়ে নিত্য জীবন যাপন চলছিল। কখনো সকালের নরম রোদে একসাথে খেতে বসা, খুনসুটি আর ঘুরে বেড়ানো, যার যার পড়ার রুমে পড়াশোনা আর বিকেলের সময়ে খেলাধূলা,বায়স্কোপ আর ছুটির দিনটি এক বিশেষ উদ্যোগে পার হতো।

প্রতি বৃহস্পতিবার বিকেলে রূপসা নদীর তীরে বসতো এক হরেক রকমের রঙে রাঙানো মেলা যেখানে চার গ্রামের সব ব্যাপারি, ব্যাবসায়ী, দোকানি, নিজ নিজ পসরা নিয়ে জমিয়ে দিত জমপেশ এক আনন্দলোক। বাহারি কারুশিল্প, রসনা বিলাসের সবকিছু যেমন : ভাজা জিলিপি, কাবাব, সন্দেশ, ক্ষীরপুরের পিঠা আরো কত কি! কুমারী মেয়েটি খুব যত্ন করে সারা মাসের জমানো টাকা দিয়ে শখের জিনিস চুড়ি কিনে নিতো, দুই ভাইয়ের জন্য ভাজা জিলিপি সন্দেশ আর বাবার জন্য একটি পাঞ্জাবি। এইভাবে ছেলেবেলাটি পার হয়ে গেল।

মেয়েদের সময়ে এসে বয়সের পারদটি ঠান্ডায় পড়া জ্বরে আক্রান্ত ব্যাক্তির মতে খুব উঁচু হয়ে উঠে, বিশেষ করে নবযৌবনের সময়ে। একটি ভালো দেখে পাত্র বিবেচনায় বিয়ে যে দিতেই হবে এমন পণ করে বসা বাবারা বোধহয় কেউ আগন্তুক নয় এই দেশে। মেয়েটি কোনো বদলোকের পাল্লায় পড়লো কিনা, বখে হয়ে যাচ্ছে কি না, তার কোন ইয়ত্তা থাকে না ভাবনার। কর্তব্যবোধ বোধ করি খুব করে পেয়ে বসে বাবা শ্রেণির কন্যাদায়গ্রস্ত লোকেদের।


Source

সবসময় হয়তো জীবনে পছন্দ লাগামসই হয়ে ওঠে না, সব পছন্দ জুতসই হয় না, যদি বা ঠেকে তার বিপরীতে বৈপরীত্যের পাল্লাটা খুব ভারী। মেয়েটির বাবা যে ভুলটি করলো, তাকে অবশ্য ভুল বলা যায় না, সুপাত্রে কন্যা দান করার পরও যদি কপালে লেখা থাকে মেয়ের দুর্ভোগ আর কষ্টের পরিণতি - তাহলে দোষী করার জন্য কেউ অবশিষ্ট থাকে না। অঙ্কের খেলায় হেরে যেতে হলো পাকা গণিতবিদকে, অকালে বিধবা মেয়েটি শেষ ঠাঁই পিতৃকুলও হারালো তার জীবন যখন মাঝনদীতে ভাসছে, হাবুডুবু দশায়।

চোখের জল এক সময় শুকোয়, কান্নার প্রাপ্তিযোগ তার ছন্দ হারায়। ছোট বাচ্চাটি বুকে নিয়ে একটি কুঁড়েঘরে আশ্রয় নিল হতভাগ্য মাতা। সারা জীবনের জমানো সঞ্চয় শেষ হয়ে এলো, কাপড়ের বুনন আর সেলাই করে কাটতে লাগলো দিন। বেতের পাটি আর বসার আসবাব হাটে বিক্রি করে যে টাকা পায়, তার সবটুকু চলে যায় ছেলেটি আর নিজের ভাতকাপড়ের ব্যাবস্থা করতে করতে। জমার ঘরে একটি কানাকড়িও মিলে না, যদিও মিলে তা ঋণের খপ্পরে।

দুঃখ কি জিনিস তা অনুভব হয় না, যখন দুঃখই সব, যখন দুঃখই জীবনের একমাত্র সঙ্গী, স্থায়ী অবলম্বন। বরং কখনো একমুঠো সুখ যদি তার ভাগ্যে জুটতো তাহলে সেটিই হতো আশ্চর্যের। জীবন এই দুই প্রাণীকে ক্ষমা করে নি, তারা হেঁটেছে অনন্তকাল, একসাথে, সুখে দুখে, নদীর ভরা তুফানে কি দুর্বার স্রোতে, অপার তরনীর মতো যুগ থেকে যুগান্তরে,আঁধার পেরিয়ে অন্ধকারে, বেলা থেকে বেলাশেষে।

ধন্যবাদ।

ভাষান্তরকরণ : [Anglo- Translation]

Everyone walks along the road of life, the journey of people is endless and endless and from era to era. The waiting game continues at the door of the sometimes sunny, sharp rainy night darkness. The life of the world flutters in the gaps of the rules, sometimes the flowers of laughter and sometimes the life is painted in the color of extreme pain. Easy for some, difficult for some; For some, the calculation is two pages, for some seven lives.

I sat down to write a story after a long time. Let time go on, dawn as usual, sun rise and sun set - all together for the needs of life, and again at the end of life. There is a reason behind the long break in between, there is an excuse behind it too. When some of the friends around who are the main characters of an Asar keep disappearing, the Asar suffers its existential crisis - as was the case with Nirupaya. As a result, the tidal river has a strong ebb and flow.

But when the darkness passes and the new sun rises, it will last forever. Where the sea of ​​despair poisons the whole soul, one day the flowers of hope appear as if the days of sorrow are about to end. In today's story I will tell about such a wretched person, who no one cares about when he disappears into the world, who has no one to share his sorrow, almost all the elements of the world have turned away, where God himself has written for him a fate that no one wants to wait for.

As the child of a widowed mother, Anup learned to see the world around him, who has no relatives, close relatives, relatives and sincere neighbors. In the society, there is something called bond with someone, there is a mysterious identity called relationship, holding the hand of which the phases of life go through one by one, in sadness, happiness, happiness, laughter. But, there is no one in this world except his manikin in the lap of a widowed mother, those who were yours are far away, do not come to see even once, do not feel the need to inquire, how is it - good or bad.

The role of such consequence was in the olden days when the mother was a virgin, under a family, surrounded by mother and father, two loving brothers. A happy family, living a beautiful and prosperous life. Sometimes sitting together to eat in the soft morning sun, playing and walking around, studying in each other's reading room and playing sports in the afternoon, binoculars and holidays were a special initiative.

Every Thursday afternoon, a colorful fair was held on the banks of the Rupsa river where all the traders, traders, shopkeepers of the four villages gathered with their wares to create a merry-go-round. Bahari handicrafts, Rasna luxuries like: Fried Jilipi, Kebab, Sandesh, Kshirpur Pitha what more! The virgin girl carefully used the savings of the whole month to buy bangles, fried jillipi sandesh for her two brothers and a Punjabi for her father. Thus the childhood passed.

In girls, the age mercury becomes very high according to the person suffering from chills, especially during puberty. Fathers betting that a good-looking bride must be married are probably not new to this country. He has no idea whether the girl has fallen on the threshold of a change, whether she is going crazy or not. I feel that the sense of duty to help people who have daughters in the father class.

Choices may not always be consistent in life, not all choices are equal, if or against it, the scale of contrast is very heavy. The mistake made by the girl's father, however, cannot be called a mistake, even after donating a daughter to Supatra, if the girl's sufferings and consequences are written on her forehead - then there is no one left to blame. The seasoned mathematician had to lose in the game of numbers, the prematurely widowed girl lost her last place, her parents, while her life was floating in the middle of the river, in a state of drowning.

Tears dry up in a moment, the reception of tears loses its rhythm. The unfortunate mother took shelter in a hut with the little child on her breast. The savings of a lifetime came to an end, the days began to be spent in weaving and sewing. All the money that he gets from selling rattan rugs and furniture in the market, goes to the boy to arrange his rice and clothes. Not a single corner of the depository is met, even though it is in the clutches of debt.

What sorrow is not felt, when sorrow is all, when sorrow is life's only companion, permanent support. Rather, if ever a handful of happiness was added to his fate, it would be a surprise. Life did not forgive these two creatures, they walked forever, together, in happiness and sorrow, in the storm of the river or in the torrent, like an endless stream from age to age, through darkness into darkness, from day to day.

Thank You.

Sort:  

Hi @asif7, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON