The Diary Game || a simple day || 02/10/2021

in BDCommunity4 years ago

02/10/2021
Saturday, Bangladesh



আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

আজ আমি আমার,গতকালকের সারাদিনের কর্মকান্ডগুলো ডায়রি লিখার মাধ্যমে আপনাদের সামনে তুলেধরবো। আশা করি আমার আজকের ডেইরি গেমটি আপনাদের সবার ভালো লাগবে।



  • সকাল


  • সকাল ৬ টাঃ—
    সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি। তারপর রাস্তায় বের হই হাটার উদ্দেশ্য। সকাল বেলা রাস্তায় আবহাওয়া খুবই ভালো লাগছিলো। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম বট গাছ তলায়।

    IMG_20210904_141802009_AI-01.jpeg

    বট গাছ

    সকাল ৮.০০ টা

    বাড়ি এসে নাস্তা করি। এরপর কিছু সময় আমার ভাগিনা কে নিয়ে ঘুরাফেরা করি। তার সাথে কিছু সময় দুষ্টুমি করি।

    সকাল ১০ টা
    মোবাইল নিয়ে শুয়ে পরি, এরপর নেট ব্রাউজ করি, টিকটক, ইউটিব ভিডিও দেখি প্রায় ২ ঘন্টা।



  • দুপুর


  • দুপুর ১.৩০ মিনিট

    প্রচন্ড গরম লাগছিলো তাই দেরি না করে গোসল করে ফেলি। এরপর দুপুরের খাবার খাই।

    দুপুর ২.৩০ মিনিট
    দুপুরের খাবার খাওয়ার পর আবারও মোবাইল নিয়ে নেট ব্রাউজ করি এবং সাম্প্রতিক কিছু নিউজ দেখি । তারপর কিছুক্ষণ টিকটক ফানি ভিডিও দেখে ঘুম যাই।



  • বিকাল


  • বিকাল ৫ টা
    ঘুম থেকে উঠে ফ্রেশ হই। গ্রামের ছোট্ট হাটে যাই পিয়াজু খাওয়ার জন্য। অনেকদিন ধরে পিয়াজু খাওয়া হয় না,খেতে স্বাদ ভালোই লাগলো। এরপর আম্মু ও আপুর জন্য কিছু পিয়াজু প্যাক করে নিয়ে বাড়ি আসি।

    IMG_20210901_183240231_AI-01.jpeg

    পিয়াজু দোকান



  • রাত


  • রাত ৮ টা
    রাতে আম্মু এবং আপু সহ গল্প করি। এরপর আমার খালামনি কে ভিডিও কল করি, পরিবারের সবাই কথা বলি। এরপর আরও আত্মীয় স্বজনের সাথে কথা বলি।

    রাত ৯.৩০ টা মিনিট
    পরিবারের সবাই মিলে খেতে বসি। অনেক গল্পগুজবের মাঝে খাওয়া দাওয়ার মুহূর্ত টি ভালো লাগলো। তো সবাই মিলে রাতের খাবার শেষ করলাম।

    রাত ১০টা
    রাতে মোবাইল নিয়ে শুয়ে পড়লাম। এরপর Family Entertainment Bd এর ভিডিও দেখি। রাত ১২ টায় ঘুমাই।

    Screenshot_20211001-163353.png

    Screenshot



    সময় নিয়ে আমার ডেইরি গেমটি পড়ার জন্য সবাইকে,অনেক অনেক ধন্যবাদ!



    ♥️খোদা হাফেজ♥️




    Best Regards:-
    @babukhan