Describe Your Para: [বেড়ে উঠা সহজ, বড় হওয়া কঠিন]

in BDCommunity4 years ago (edited)

দিন, মাস, বছর বদলায়; শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে যায়!
বেড়ে উঠা হয়, বড় হয়ে উঠা হয় না!!!
পাড়া! জীবনের শুরু থেকেই যার সাথে নিবিড় বসবাস।
শুধু নিজের বাড়ি বা পরিবার নয়, পাড়া মানে অনেকগুলো পরিবারের এক আত্মিক মেলবন্ধন। অজস্র স্মৃতির এক অফুরন্ত ভান্ডার।
জীবন যেখানে আকাশের মতই বিশাল, বিস্তৃত মাঠের সবুজ ঘাসের মতই কোমল। ভালোবাসা, আবেগ, স্বম্প্রীতির মিশেলে এক অভূতপূর্ব জীবনযাত্রা।
আবার কখনো সেখানে মেঘের গর্জনের মতো ভারী হয়ে আসে জীবন। কলহ, বিবাদ ও কম না।

এর মাঝেই বেড়ে উঠা, জীবনের গতিময়তা।

IMG_20200625_181206.jpg

আমার পাড়াতেই আমার শতবর্ষী স্কুল।
পড়ালেখার মাধ্যমিক পাঠ এখান থেকেই চুকিয়েছি।
বাসা থেকে বের হয়েই স্কুল মাঠে যতবার যাই, নিজের বড় হওয়া ভুলে যাই। হারিয়ে যাই সেই ফেলে আসা শৈশব কৈশোরে, যেনো চোখ বুজলেই দেখতে পাই সব।
নিজের পাড়াতেই মাঠ, খেলাধুলার ব্যাপারে আমাদের সাথে টক্কর দেয় এমন সাধ্য কার।
পাড়ায় পাড়ায় খেলা মানেই নিজেদের হোমগ্রাউন্ডের সুবিধা লুফে নেওয়া।

আমাদের বাড়িটা পাড়ার অনেকটা মাঝামাঝি জায়গায়। বাড়ির সামনের ছোট কবরস্থানটা প্রতিনিয়ত জীবনের শেষ ঠিকানার জানান দিয়ে যায়।

IMG_20200625_174447_tigr.jpg

এ বাড়ি ও বাড়ি ঘুরোঘুরি করে পাড়ার সবাইকে মাতিয়ে রাখা, আবার এর গাছের আম, ওর গাছের কাঠাল, ডাব, নারিকেল, জাম গোপনে সাবাড় করে দেওয়াও মিস হতো না।
এখন আর সেই আগের মতো এতো গাছ নেই, অবলিলায় ছুটোছুটি করার মতো অতো খোলা জায়গাও নেই। তাই মাঝে মাঝে সেইসব স্মৃতিমাখা জায়গায়গুলোতে বড় বড় দালান দাড়িয়ে থাকতে দেখে আমার কোমল হৃদয়টাও ঠায় দাড়িয়ে যায় পুড়োনো সে স্মৃতির আড়ালে।

এখনো নিজের পাড়ায় থাকি বলে পাড়াকে মিস করার ব্যাপারটা সেভাবে নাড়া দেয় না ঠিকই, কিন্তু নিজের বেড়ে উঠার সাথে পাড়ার নানারকম পরিবর্তনগুলো বড্ড বেরসিক লাগে।
চোখ বন্ধ করলেই যখন নিজের অধিকতর সুন্দর শৈশবের দিকে তাকাই, তখন নিজেকে বড় অভাগা মনে হয়।
কেনইবা বেড়ে উঠলাম, কেনইবা বড় হলাম।
আসলেই কি বড় হয়েছি?? নাকি শুধু বেড়ে উঠেছি, বড় হতে পারিনি এখনো??!!!...
পাড়ার সাথে এমন নিবিড় সম্পর্ক নিয়ে বেড়ে উঠা এখনকার নবীনদেরকে দেখে আমারও যে হিংসে হয়।

মনে হয় ফিরে যাই আবার সেই শৈশবে, পড়ার সাথে আত্মিক বন্ধনটা আরো একটু নিবিড় করে নেই।।।

শৈশব কৈশোরের সেই দুরন্তপনার সাথে যৌবনের নানা স্মৃতি, নিজের পাড়ার সাথেই জীবনের সবচেয়ে নিখাদ গল্পগুলো মিশে থাকে।

অসংখ্য ধন্যবাদ জানাই #BDcommunity কে, এতো সুন্দর একটি বিষয়ে লেখার সুযোগ করে দেওয়ার জন্য।