তবে ধৈর্য্য থাকলে আর পড়াশোনা জানা থাকার পাশাপাশি জেদ থাকলে কাজ হয়ে যায় বটে।
আজকে জাতীয় পরিচয় পত্রের জন্মসাল ঠিক করলাম কোনো খরচ ছাড়াই। তবে অনেকদিন সময় দিতে হয়েছে 😀। এবার পাসপোর্ট করবো ভাবছি 🙂
তবে ধৈর্য্য থাকলে আর পড়াশোনা জানা থাকার পাশাপাশি জেদ থাকলে কাজ হয়ে যায় বটে।
আজকে জাতীয় পরিচয় পত্রের জন্মসাল ঠিক করলাম কোনো খরচ ছাড়াই। তবে অনেকদিন সময় দিতে হয়েছে 😀। এবার পাসপোর্ট করবো ভাবছি 🙂
সাবাশ ব্যাটা!
বাংলাদেশের সিস্টেম একটু স্লো, তবে কাজ ঠিকই হয়।
২০২০ এ এপ্লিকেশন করছিলাম, তারা কাজ করেনা দেইখা নিজেই নির্বাচন অফিসে গিয়ে কাজ করে আসলাম 🙂
😂 লম্বা সময় মনে হলেও করোনার কারণেতো সবই বন্ধ ছিল আসলে।
নাইলে হয়ে যেত।
আমার স্বাক্ষর ঠিক করাতে হবে। করবো করবো করেই আর আবেদন করা হচ্ছে না। 😑
করে ফেলেন জলদি 😀